জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পড়ে থাকা পল্লী বিদ্যুৎ সমিতির ছেঁড়া তারে জড়িয়ে মো. ইসমাইল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে দগ্ধ শিশুটিকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার। এর আগে ওইদিন দুপুরে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব চরবংশী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
ইসমাইল ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী এবং চরবংশী গ্রামের পাটওয়ারী বাড়ির নির্মাণ শ্রমিক সফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুতের ছেঁড়া তারের বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ব্যবস্থা না নেওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমিতির লোকজনের অবহেলাকে দায়ী করা হচ্ছে।
তারা জানায়, বিদ্যালয়ের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি থেকে তারটি ছিঁড়ে পড়ে। বৃহস্পতিবার সকালের দিকে এলাকার লোকজন ছেঁড়া তারটি মাটিতে পড়ে থাকতে দেখে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে কল দেয়। কিন্তু কোন সাড়া পাওয়া যায়নি। ওই ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইলের মৃত্যু হয়।
স্থানীয় পল্লী চিকিৎসক মো. মিজান বলেন, দুর্ঘটনায় শিশুটির শরীর দগ্ধ হয়ে যায়৷ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। রাতেই তার দাফন করা হয়। খবর পেয়ে থানা পুলিশ এবং উপজেলা শিক্ষা কর্মকর্তারা শিশুটির পরিবারের সাথে কথা বলেন।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি স্থানে তার ছিঁড়ে পড়লেও পল্লী বিদ্যুতের লোকজন এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি। পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের মোবাইল নাম্বারে বার বার কল দিলেও তারা সাড়া দেয়নি৷ বিদ্যুতের লোকজনের অবহেলার দুর্ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুর কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মোশারেফ হোসেন বলেন, দুর্ঘটনার পর আমরা বিষয়টি জানতে পেরে লাইন মেরামত করি। আমাদের কোনো অবহেলা ছিল না। খুঁটি থেকে তার ছিঁড়ে যাবার পর আমার মোবাইল ফোনে কেউ কল করে জানায়নি।
এদিকে চার দফা দাবিতে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকার্তা-কর্মচারীরা গত এক সপ্তাহ ধরে গণছুটিতে গিয়ে অনুপস্থিত রয়েছেন। ফলে মাঠ পর্যায়ে বিদ্যুতিক লাইনে কোন সমস্যা দেখা দিলে গ্রাহকরা কোনো অভিযোগ জানাতে পারছে না। এতে প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটছে।
সূত্র জানায়, জেলার ৬৪৮ জন জনবলের মধ্যে অনুপস্থিত রয়েছেন ৫২৮ জন। রায়পুর পল্লী বিদ্যুতের ১০৫ জন লোকবলের মধ্যে ৯১ জন গণছুটির নামে অনুপস্থিত রয়েছেন।