শিরোনাম
◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০১:৪৩ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাকা, স্বর্ণ বা জমির পরিবর্তে আগামী ১০ বছরে যে জিনিস হবে সবচেয়ে মূল্যবান

বর্তমান সময়ে সবচেয়ে মূল্যবান জিনিস কী? অনেকেই বলবেন টাকা, কেউ সোনা-রূপা বা জমি। তবে ভারতের জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাত বলছেন ভিন্ন কিছু—এবং তার এই ভবিষ্যদ্বাণী বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছে।

নিখিল কামাত সম্প্রতি বলেছেন, আগামী দশকে নগদ অর্থ, সোনা, জমি কিংবা দামি গয়নার পরিবর্তে সবচেয়ে মূল্যবান হয়ে উঠতে পারে ইলেকট্রন ও শক্তি। অর্থাৎ, বিদ্যুৎই হতে পারে ভবিষ্যতের নতুন ‘কারেন্সি’।

এটি শুধুই কল্পনা নয়—তার এই বক্তব্যের পেছনে রয়েছে বাস্তবসম্মত গবেষণা। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ডেটা সেন্টারের চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ খরচ বেড়েই চলেছে। এই খরচ এমন পর্যায়ে পৌঁছেছে যে ভবিষ্যতের সম্পদ হিসেবে বিদ্যুৎকে বিবেচনা করাই যৌক্তিক।

একটি ডেটা সেন্টার আমাদের দৈনন্দিন অনলাইন কার্যকলাপ—যেমন নেটফ্লিক্স দেখা, গুগল সার্চ, ক্লাউডে ফাইল রাখা ইত্যাদি প্রক্রিয়াজাত করে। কিন্তু জানলে অবাক হবেন, একটি নতুন ডেটা সেন্টার প্রতি বছর ৪ লাখ বৈদ্যুতিক গাড়ির সম্মিলিত বিদ্যুৎ খরচের চেয়েও বেশি বিদ্যুৎ ব্যবহার করে।

এই কারণেই যেকোনো ডেটা সেন্টারের মোট ব্যয়ের প্রায় ৬৫% চলে যায় শুধুমাত্র বিদ্যুৎ খাতে—কম্পিউটিং ও কুলিংয়ের জন্য। বর্তমানে সবচেয়ে বেশি ডেটা সেন্টার রয়েছে যুক্তরাষ্ট্রে (৩,৬৮০টি), এরপর জার্মানি (৪২৪টি) এবং ব্রিটেন (৪১৮টি)।

বিশ্বজুড়ে সার্ভারের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে বিদ্যুতের চাহিদা। গবেষণায় ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বের মোট বিদ্যুৎ ব্যবহারকারীর ১০% হবে কেবল ডেটা সেন্টারগুলোর জন্য।

এমন পরিস্থিতিতে নিখিল কামাতের বক্তব্যকে ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবেই ধরা হচ্ছে। হয়তো আর খুব বেশি সময় নেই যখন বিদ্যুৎই হবে সবচেয়ে দামি সম্পদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়