শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবিত হাসিনার চেয়ে মৃত হাসিনা বেশি শক্তিশালী: গোলাম মাওলা রনি

জীবিত হাসিনার চেয়ে মৃত হাসিনা বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেছেন, গত কয়েকদিন আগে শেখ হাসিনার মৃত্যু সংবাদ রীতিমতো ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল। শেখ হাসিনা শুয়ে আছেন, তার গাল ফুলে মনে হয় যেন পচে গলে একদম বিভৎস হয়ে গেছে এবং মানুষ অভিশপ্ত অবস্থায় যদি মারা যায়, তাহলে তার মুখে যে ধরনের স্পট পড়ে, ঠিক সেরকম একটি ছবি আওয়ামী বিরোধীরা প্রচার শুরু করল।’

নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিও বার্তায় রনি বলেন, ‘শেখ হাসিনার সেই ছবি দেখে বিরোধী দল, দেশের অন্য সব রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে সত্যিকার অর্থে একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেল।

সবাই মনে করল শেখ হাসিনা মরে গেছে এবং এই কারণে দলের পক্ষ থেকে অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমত বলা হলো শেখ হাসিনা ভালো আছেন, মরেননি। পরবর্তীতে শেখ হাসিনা আন্তর্জাতিক মিডিয়াতে এসে সাক্ষাৎকার দিলেন এবং প্রমাণ করলেন তিনি মরেননি।’

‘এতে কী হলো? এই যে শেখ হাসিনার মৃত্যু সংবাদটি যারা রটানোর চেষ্টা করলেন, এটি তাদের জন্য বুমেরাং হলো। এর মাধ্যমে বিশ্ব গণমাধ্যমে আমরা এক নতুন অনবদ্য শেখ হাসিনাকে দেখতে পেয়েছি; যে শেখ হাসিনার কথা আমরা ইতিপূর্বে কল্পনাও করতে পারিনি।

তাহলে জীবিত শেখ হাসিনা বনাম মৃত শেখ হাসিনা; এই দুই এর মধ্যে একটু পার্থক্য চিন্তা করেন যে কোনটা শক্তিশালী।’
রনি বলেন, ‘মানুষ মরণশীল। আগামী দিনে তাকে তো মরতে হবে, তার বয়স এখন প্রায় ৮০ বছর। তিনি ড. ইউনূসের চেয়ে মাত্র ছয়-সাত বছরের ছোট।

তো পুরুষ এবং নারীর মধ্যে কতগুলো ডিফারেন্স আছে। নারী বয়স্ক হয়ে গেলে পুরুষের চাইতে তার শারীরিক কতগুলো জটিলতা অতিরিক্ত বেশি থাকে। কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন। আপনি তার কণ্ঠস্বরটা শুনেন। তিনি যেভাবে কথা বলছেন, মনে হচ্ছে ৩০-৩৫ বছরের একজন তরুণী কথা বলছেন।

তার মধ্যে যে প্রতিশোধ স্পৃহা, তিনি বলছেন আমি ক্ষমা চাইবো না। এই যে, তার যে বিবর্তন সেই বিবর্তন আমার কাছে মনে হচ্ছে যে জীবিত শেখ হাসিনার চাইতে মৃত শেখ হাসিনা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আবার মৃত শেখ হাসিনা থেকে যে বিবর্তন হলো নতুন শেখ হাসিনা, সেটা আরো শক্তিশালী।’

সূত্র- কালের কন্ঠ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়