শিরোনাম
◈ বাংলা‌দেশ জিত‌লো তামিমের সেঞ্চুরিতে, সি‌রিজ শেষ হ‌লো সমতায়  ◈ তোপের মুখে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিল পুলিশ (ভিডিও) ◈ ‘ফজু পাগলা’ উপাধি যারা দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই: ফজলুর রহমান ◈ সরকার থেকে পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ ◈ ২০২৬ সালের জুনের মধ্যে বাতিল হবে ৬ ধরনের দলিল: আসছে সম্পূর্ণ ডিজিটাল ভূমি ব্যবস্থা ◈ আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক: সিইসি নাসির উদ্দিন ◈ 'র' এর মাধ্যমে শিখ নেতাদের হত্যাকাণ্ডে জড়িত অমিত শাহ, চাঞ্চল্যকর তথ্যচিত্র প্রকাশ! (ভিডিও) ◈ জেট ফুয়েলের দাম আরও বাড়ল, বিমান ভাড়া কি বাড়বে? ◈ আ.লীগের বড় পরিকল্পনা ফাঁস, গ্রেপ্তার ২৫ ◈ ১৮ নভেম্বর ‘প্রবাসী ভোটার অ্যাপ’ উদ্বোধন

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় ওমানে বাঁশখালীর যুবক সাইফু‌লের মৃত্যু

কল‌্যাণ‌ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সুদুর প্রবাস ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রা‌মের বাঁশখালী উপ‌জেলার বাহারছড়া ইউ‌নিয়‌নের পশ্চিম ইলশা গ্রা‌মের মোঃ সাইফুল ইসলাম (২৫) নামে এক যুব‌কের মৃত্যু হ‌য়ে‌ছে ।

ওমান আল কামেলের পাশে সুর রোড়ে নিজের গাড়ি করে বন্ধুর বাসায় যাওয়ার প‌থে বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাইফুল ইসলাম চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইলশা গ্রপ‌মের মো. ছিদ্দিক আহমদের ছেলে।

স্থানীয় প্রবাসী ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে এক বন্ধুর দাওয়াতে যোগ দিতে নিজের প্রাইভেট কারে করে যাচ্ছিলেন সাইফুল। পথিমধ্যে ওমানের সুর সড়ক এলাকায় পৌঁছালে একটি ওমানি প্রাইভেট কার তাকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়িই দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যান।

নিহতের চাচাতো ভাই আসিফ আকবর মনছুর, যিনি বর্তমানে দেশে ছুটিতে আছেন, তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইফুলের মরদেহ বর্তমানে ওমানের স্থানীয় সু হাসপাতালে মর্গে রাখা হয়েছে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

পা‌রিবা‌রিক সু‌ত্রে জানা যায়,প‌রিবা‌রে  তিন ভাইবোনের মধ্যে সবার বড় ছিল সাইফুল । বিগত আড়াই বছর আগে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির স্বপ্ন নিয়ে ওমানে যান সাইফুল ইসলাম। সেখানে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। কাজের সুবিধার্থে তিন মাস আগে নিজের নামে একটি প্রাইভেট কার কিনে সে। সেই গাড়িই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। তার দে‌শে আনার প্রক্রিয়া চল‌ছে ব‌লে সু‌ত্রে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়