শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০২:২৪ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্তুগালে বাংলাদেশকে বিদ্রুপ করে রাজনৈতিক প্রচারণা, প্রবাসীদের ক্ষোভ (ভিডিও)

পর্তুগালের মন্তিজো শহরের একটি বাসস্টপের পাশে ঝুলানো বাংলাদেশবিরোধী একটি রাজনৈতিক বিলবোর্ড ঘিরে দেশটিতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিলবোর্ডটিতে পর্তুগালের কট্টর-ডানপন্থী দল 'শেগা'র নেতা আন্দ্রে ভেনতুরার ছবি ব্যবহার করে বড় অক্ষরে লেখা হয়েছে— 'Isto não é Bangladesh'। বাংলায় যার অর্থ: 'এটা বাংলাদেশ নয়'।

আন্দ্রে ভেনচুরা হলেন পর্তুগালের প্রধান বিরোধী দল 'শেগা'র একজন রক্ষণশীল নেতা। আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনে তার দল অভিবাসনবিরোধী অবস্থান নিয়ে জয়ী হতে চায়। আর প্রধান বিরোধী দলের নেতা হিসেবে ভেনতুরা আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে অভিবাসনবিরোধী বার্তা ছড়িয়ে প্রচারণা চালাচ্ছেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই বিলবোর্ডটি তার দলের নির্বাচনী প্রচারণারই অংশ।

ভেনতুরা নিজেই গত রোববার (২৬ অক্টোবর) তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিলবোর্ডটির ছবি পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, 'ওরা ইতোমধ্যেই রাস্তায় নেমে পড়েছে। ১৮ জানুয়ারি আমরা এই দেশকে নাড়িয়ে দেব। কোনো ভয় নেই!'

তবে এভাবে প্রচারণায় সরাসরি বাংলাদেশের নাম উল্লেখ করায় বিষয়টি পর্তুগালে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তারা এটিকে 'অপমানজনক ও বর্ণবাদী' হিসেবে তীব্র নিন্দা জানিয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভেনতুরার এই আচরণকে 'বর্ণবাদী প্রচেষ্টা' বলে আখ্যা দিয়েছেন।

এই বিলবোর্ড ছাড়াও আন্দ্রে ভেনতুরাকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কিত আরেকটি বিলবোর্ডে দেখা গেছে, যেখানে লেখা আছে: 'রোমা সম্প্রদায়কে অবশ্যই আইন মেনে চলতে হবে'।

উল্লেখ্য, প্রায় তিন মাস পর, ২০২৬ সালের জানুয়ারিতে পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সুসার উত্তরসূরি নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন লুইস মার্কেস মেন্ডেস, আন্তোনিও হোসে সেগুরো, আন্দ্রে ভেনচুরা, হেনরিক গোভেইয়া ই মেলো, জোয়াও কোট্রিম ডি ফিগেইরেদো, আন্তোনিও ফিলিপ, ক্যাটারিনা মার্টিনস এবং হোর্হে পিন্টো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়