শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ১২:৫৩ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতন সভা

আইরিন হক, বেনাপোল(যশোর): যশোরের বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা, নাটক ও জারি গান অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠান উপভোগ করতে শিক্ষার্থীসহ কয়েক শত গ্রামবাসী উপস্থিত হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টায়  বেনাপোল ইউনিয়নের গয়ড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হকের  সভাপতিত্বে  মানব পাচার প্রতিরোধে  সামাজিক সচেতনতা সৃষ্টিতে এ সভা,নাটক ও জারি গান  হয়। 

যশোর রাইটসের প্রোগ্রামার অফিসার সরোয়ার হোসেনের   সঞ্চালনায় এসময় অনুষ্ঠানের  সভাপতির বক্তব্যে সাংবাদিক  আজিজুল হক বলেন, গত বছর যুক্তরাষ্ট্রের মানব পাচারবিষয়ক প্রতিবেদন ‘ট্রাফিকিং ইন পারসন্স (টিআইপি) রিপোর্ট বলছে,  বাংলাদেশ থেকে গত এক বছরে তিন হাজার ৪১০ জন মানুষ পাচারের শিকার হয়েছেন। তবে বেসরকারি মানবাধিকার সংস্থ্যাগুলো বলছে, ভাল কাজের প্রলোভনে বৈধ,অবৈধ পথে প্রতিবছর প্রায় ২০ হাজার মানুষ ভারতসহ বিভিন্ন দেশে পাচার হচ্ছে।

বিদেশে নেওয়ার পর ভাল কাজের  প্রতিশ্রুতি রক্ষা না করে  বিভিন্ন ঝুকি মুলক কাজে জোর পূর্বক ব্যবহার করা হয়। কারো কারো শরীরের গুরুত্বপূর্ন অঙ্গ প্রতঙ্গ ও বিক্রী করে দেয় পাচারকারীরা। এছাড়া জিম্মী করে মুক্তিপণ ও আদায় করে চক্রটি।অসহাত্বের সুযোগ নিয়ে বেশি পাচার হয় নারী,শিশুরা।  পাচারের শিকার যারা উদ্ধার হয় বিচারহীনতার কারনে পাচার প্রতিরোধে বাঁধা হয়ে দাড়ায়।  সীমান্তবর্তী গ্রামগুলোতে রাইটস যশোরের সচেতন মুলক এধরনের আয়োজনের মাধ্যমে  জনসচেতনা পাচার প্রতিরোধে বড় ভুমিকা রাখতে পারে। 

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন, বেনাপোল ইউনিয়নের প্রশাসক  নাজমুল হোসেন,বেনাপোল পোর্ট থানার এসআই মানিক কুমার সাহ,শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, রাইটস যশোরের তথ্য ওঅনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন,স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক,ছাত্র-ছাত্রী ও সামাজিক এবং সাংবাদিক ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়