আইরিন হক,বেনাপোল: যশোরের বেনাপোল পোর্টথানার পুটখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(২৮:অক্টোবর) রাতে কার্যালয়টি উদ্বোধন করেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ।
ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান টুনুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন যুবনেতা সাজেদুর রহমান সাজু।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন,বেনাপোল পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইসরাফিল, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ারব হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য আসাদুজ্জামান আসাদ।
এদিকে দলীয় অফিস উদ্বোধনের আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সভায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ বলেন,“নির্বাচন যেন হয় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার উৎসব। আমরা শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনে যুবদলকে ঐক্যবদ্ধভাবেরনেতৃত্ব দিতে হবে । তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করে জনগণের আস্থা অর্জনই হবে বিএনপির মূল লক্ষ্য।