২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপকে ইতিহাসের অন্যতম ব্যয়বহুল, প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যতমুখী আয়োজনে পরিণত করার স্বপ্ন দেখছে আয়োজক দেশ সৌদি আরব। তারা এমন এক আকাশচুম্বী স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করছে, যা ফুটবল দুনিয়া আগে কখনও দেখেনি।
সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রস্তাবিত এই স্টেডিয়ামটি নির্মিত হবে ১ হাজার ১৫০ ফুট উচ্চতার একটি গগনচুম্বী ভবনের ওপর, যা বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ উচ্চতায় নির্মিত ক্রীড়া ভেন্যু হবে।পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ২০৩৪ ফিফা বিশ্বকাপ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ফুটবলের এই মহাআসরকে সামনে রেখে সৌদি আরব বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’ তৈরির ঘোষণা দিয়েছে। এই ব্যতিক্রমী বৈশিষ্ট্যের কারণে স্টেডিয়ামটির নাম রাখা হয়েছে নিমো স্কাই স্টেডিয়াম। সৌদি আরবের ভিশন ২০৩০-এর অধীনে নির্মাণ হতে যাওয়া ভবিষ্যৎ শহর ‘দ্য লাইনে’ এই স্টেডিয়ামটি স্থাপিত হবে, যা ভূপৃষ্ঠের মাটি থেকে ১১৫০ ফুট উচ্চতায় নির্মিত হবে। এই প্রকল্পটি উদ্ভাবন, বিনোদন ও টেকসই উন্নয়নের প্রতীক হিসেবে থাকবে।
নিমো স্কাই স্টেডিয়ামটির বাজেট ধরা হয়েছে ১ বিলিয়ন মার্কিন ডলার। আকাশে নির্মিত এই স্টেডিয়ামে একসঙ্গে প্রায় ৪৬,০০০ দর্শক খেলা দেখতে পারবেন এবং এটি সম্পূর্ণ পরিবেশবান্ধব সামগ্রী দ্বারা নির্মিত হবে।
প্রকাশিত পরিকল্পনা অনুযায়ী, ২০৩৪ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বেশ কিছু ম্যাচ এই স্কাই স্টেডিয়ামে আয়োজন করা হবে। ২০২৬ সাল থেকে এই বিচিত্র ধরনের অবকাঠামোটির নির্মাণ কাজ শুরু হয়ে আগামী ২০৩২ সালের মধ্যে তা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।