শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ১২:৫০ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতা এম এ কাইয়ুমের সাক্ষাৎ

মনিরুল ইসলাম : ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী কাসেফ আলমৌদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির  জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।

মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রদূতের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ড. এম এ কাইয়ুম বাংলাদেশের দক্ষ শ্রমিকদের জন্য আমিরাতে ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর অনুরোধ জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠী কর্মক্ষম ও দক্ষ। তারা আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

জবাবে রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী কাসেফ আলমৌদী বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে আমিরাতের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। 

তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। ভবিষ্যতেও তা আরও গভীর হবে।’ বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক মর্যাদা ও বোঝাপড়ার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মনির হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়