শিরোনাম
◈ আগস্টে প্রবাসী আয় ২২২ কোটি ৯০ লাখ ডলার, প্রবৃদ্ধি ১৪.৮% ◈ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর রাজনীতি উত্তাপ: অনেক প্রশ্ন, উত্তর নেই ◈ আগস্টে রেমিটেন্স এলো ২২২ কোটি ৯০ লাখ ডলার ◈ কুমিল্লায় পারিবারিক দ্বন্দ্বে মা–বোনকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে শাহিন আটক ◈ কাউকে দ্রুত স্টার বানাবেন না, তা‌তে খেলা নষ্ট হয়: ‌কোচ সালাহউদ্দিন ◈ ৯০ দিন পর খুলছে সুন্দরবন, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে জেগে উঠছে পর্যটন ও মৎস্যজীবী জীবন ◈ জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে দু-একটি দল : জামায়াতে ইসলামী ◈ ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, ককটেল বি.স্ফোরণ (ভিডিও) ◈ বাংলাদেশিদের মন্দ বলা হচ্ছে কেন: প্রশ্ন ভারতের সংসদ সদস্যের ◈ নুরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৫, ১১:২৯ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবিতে বাংলাদেশ সমিতির সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

আবছার তৈয়বী, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হলো আমিরাত সরকারের অনুমোদিত সংগঠন বাংলাদেশ সমিতি'র সাধারণ সভা ও নির্বাচন। গত রবিবার (৬ জুলাই) আবুধাবির একটি হোটেলের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরাতের মিনিস্ট্রি অব কমিউনিটি ডেভেলপমেন্টের সম্মানিত কর্মকর্তা মোহাম্মদ আল আমরী, ড. জামিল আল আমালাওয়ী ও মোহাম্মদ আল বেলুছি।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর সালাম তালুকদার। বার্ষিক অডিট ও কার্যক্রম প্রতিবেদন পেশ করেন সংগঠনের কোষাধ্যক্ষ মাহমুদ আজম খান।

সভা শেষে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয় এবং প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন আব্দুল সালাম তালুকদার এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন শওকত আকবর। কোষাধ্যক্ষ হিসেবে পুনরায় দায়িত্ব পান মাহমুদ আজম খান।

বোর্ড অব ডিরেক্টরস হিসেবে নির্বাচিত হয়েছেন নুর মোহাম্মদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

আব্দুল কুদ্দুস খালেদ, জাকির হোসেন খতিব, মোহাম্মদ নাছির উদ্দিন তালুকদার, প্রকৌশলী আশীষ বড়ুয়া, ইসমাইল হোসেন তালুকদার, মোহাম্মদ তারেক, মোহাম্মদ আবুল বাশার, জাকির হোসেন জসিম, মোহাম্মদ মঈন উদ্দিন, মোহাম্মদ আমজাদ হোসেন, মোহাম্মদ রেজাউল করিম, শেখ কামরুল হক, নুর হোসেন সুমন, জোবাদুল করিম, ফরিদ আহম্মেদ তালুকদার, আতাউর রহমান, প্রকৌশলী মফিজুর ইসলাম, এবং মোহাম্মদ জিয়া উদ্দিন।

মিনিস্ট্রি অব কমিউনিটি ডেভেলপমেন্ট নবনির্বাচিত ২৩ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটিকে দুই বছরের মেয়াদের জন্য অনুমোদন প্রদান করেছে।

এই সভা ও নির্বাচন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়