শিরোনাম
◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও) ◈ 'মা আমাকে ছেড়ে যেও না', ডিভোর্সের পর সন্তান নিতে চাইল না কেউ, বুক ফাটা দৃশ্য ভাইরাল! (ভিডিও)

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০৮:২৬ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী ফল পেয়ারা: সাদা নাকি গোলাপি, কোনটি বেশি ভালো

ডায়াবেটিক রোগীদের খাওয়াদাওয়া নিয়ে অনেকে চিন্তাভাবনা করতে হয়। এমন অনেক সবজি, ফল রয়েছে যেগুলো তারা খেতে পারেন না। তবে পুষ্টিবিদরা বলছেন, পেয়ারা এমন একটি ফল যা ডায়াবেটিক রোগীদের জন্য নিরাপদ। কারণ, এই ফলের গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) কম।

রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে হলে কম জিআই-যুক্ত খাবার খেতে হয়। চারটি লেবুর সমান ভিটামিন সি রয়েছে পেয়ারায়। এ ছাড়া রয়েছে ভিটামিন এ, বি, কে, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন ও ফসফরাসে ভরপুর। এসব গুণের পেয়ারা রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতেও সাহায্য করে।

তবে বাজারে তো দুই ধরনের পেয়ারা পাওয়া যায়। সাদা ও গোলাপি। কোনটি ডায়াবেটিকদের জন্য ভালো? পুষ্টিবিদরা বলছেন, গোলাপি পেয়ারায় ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্টের পরিমাণ বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে সাহায্য করে এই ফলটি। নিয়মিত খেলে বিপাকহারও ভালো হয়।

অন্যদিকে, সাদা পেয়ারাতেও ফাইবার রয়েছে। যা রক্তে অতিরিক্ত গ্লুকোজ শোষণে বিশেষভাবে সহায়তা করে। রক্তে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও ফাইবারের ভূমিকা রয়েছে। বিপাকহারজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে।

তবে একদল পুষ্টিবিদ বলছেন, ডায়াবেটিক রোগীদের জন্য গোলাপি পেয়ারা ভালো। কারণ, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি, হার্ট ভালো রাখতেও সাহায্য করে এই গোলাপি পেয়ারা। সাদা পেয়ারার চেয়ে গোলাপি পেয়ারায় ফাইবারের পরিমাণ একটু হলেও বেশি। বাড়তি পাওনা হলো লাইকোপেন নামক অ্যান্টি-অক্সিডেন্ট। অন্ত্র ভালো রাখার পাশাপাশি, তারুণ্য বজায় রাখতেও সাহায্য করে এই গোলাপি পেয়ারা।

সূত্র : এই সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়