শিরোনাম
◈ সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোতে বড় পরিবর্তনের আভাস ◈ দেশের ইতিহাসে সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে স্বর্ণ, ভরি কত? ◈ নৌবাহিনীর ১৭ যুদ্ধজাহাজ মোতায়েন মা ইলিশ রক্ষায় ◈ বাংলাদেশ মানবপাচার-বিরোধী পদক্ষেপ জোরদার করেছে: মার্কিন টিআইপি রিপোর্ট ◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন : শি জিনপিং ◈ মার্শের সেঞ্চুরি, নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া ◈ এন‌সিএল, ৩ বলে ৩ উইকেট হারা‌নোর প‌রেও জিত‌লো রাজশাহী  ◈ সউদী রাষ্ট্রদূতের প্রেমে পড়ে বিপর্যস্ত সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ মেঘনা আলমের: ইন্ডিপেন্ডেন্ট ইউকের প্রতিবেদন ◈ কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছে: নাহিদ ইসলাম ◈ বাংলাদেশ-চীনের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ১০:১৭ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেওয়াল, টাইলস ও কাচের দাগ তুলতে বেকিং সোডার সহজ উপায়

বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বোনেট কেবল কেক কিংবা ভাজার জন্যই নয়, এটি ঘর পরিষ্কারের কাজেও অত্যন্ত কার্যকর। প্রতিদিনের ব্যবহারে সহজেই ঘরের নানা দাগছোপ দূর করতে পারে এই সস্তা অথচ কার্যকরী উপাদান। চলুন, জেনে নিই বেকিং সোডার ৩টি চমৎকার ব্যবহার।

দেওয়ালের দাগ সহজে পরিষ্কার

দেওয়ালে যদি দাগ বা ছোপ পড়ে যায়, অনেক সময় সাবান দিয়ে ঘষে তোলা হয়। কিন্তু এতে রং নষ্ট হয়ে যেতে পারে বা ক্ষারীয় সাবান দেওয়ালের রং নষ্ট করতে পারে। এর বদলে বেকিং সোডা ব্যবহার করা নিরাপদ ও কার্যকর।

কিভাবে ব্যবহার করবেন: ১ চা চামচ বেকিং সোডা অর্ধেক কাপ পানিতে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। দাগের ওপর মিশ্রণটি লাগিয়ে একটি নরম কাপড় দিয়ে আলতো করে ঘষে মুছে ফেলুন।

টাইলস বা মার্বেলের দাগ তুলতে

ঘরের মেঝে টাইলস বা মার্বেল হলে সেখানে দাগ, আঁচড় বা কালচে ছোপ পড়ে যাওয়া সাধারণ বিষয়। সাবান বা ফিনাইল দিয়েও সেগুলো ওঠানো কঠিন হতে পারে। তবে বেকিং সোডা এই সমস্যায় ভালো কাজ করে।

কিভাবে ব্যবহার করবেন: যেখানে দাগ আছে সেখানে কিছুটা বেকিং সোডা ছড়িয়ে দিন।এরপর একটি ভেজা স্পঞ্জ দিয়ে ঘষুন। দাগ সহজেই দূর হবে।

কাচের বাসনের হলদে ছোপ দূর করতে

পুরনো কাচের গ্লাস, জার বা পাত্রে অনেক সময় হলদে দাগ বা আঁচড় পড়ে যায়। এগুলো নিয়মিত পরিষ্কার করলেও পুরোপুরি যায় না। বেকিং সোডা দিয়ে সহজেই সেগুলো ঝকঝকে করে তোলা যায়।

কিভাবে ব্যবহার করবেন: কাচের পাত্রে সরাসরি বেকিং সোডা ছড়িয়ে ঘষে নিন অথবা বেকিং সোডা ও পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে দাগের উপর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর ভালো করে ধুয়ে ফেলুন।
সূত্র : আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়