শিরোনাম
◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের ◈ সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ◈ ‘মুজিব ভাই’ বিতর্ক: ৪২ কোটি যেভাবে ৪ হাজার কোটি টাকা হলো ◈ পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের বিশেষত্ব কী, কেন কিনতে আগ্রহী বাংলাদেশ? ◈ মোটরসাইকেল কিনলে দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে: বিআরটিএ চেয়ারম্যান ◈ চিনি দিয়ে নকল খেজুরের রস বানিয়ে বোকা বানানো হচ্ছে ক্রেতাদের!(ভিডিও) ◈ 'মা আমাকে ছেড়ে যেও না', ডিভোর্সের পর সন্তান নিতে চাইল না কেউ, বুক ফাটা দৃশ্য ভাইরাল! (ভিডিও)

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০৩:১৮ দুপুর
আপডেট : ১১ জানুয়ারী, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৫ সালে বিদেশে বসবাসের জন্য সেরা যে ৫ দেশ

বিবিসি: আগের চেয়ে অনেক বেশি মানুষ নিজের দেশ থেকে বাইরে স্থায়ীভাবে বাস করছে। বিশ্ব মাইগ্রেশন রিপোর্ট অনুসারে, পৃথিবীর মোট জনসংখ্যার ৩ দশমিক ৬ শতাংশ আন্তর্জাতিক অভিবাসী। বিদেশে বসবাস মানেই চ্যালেঞ্জ। সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, দেশের বাইরে গিয়ে বসবাসের অন্যতম কারণ জীবনযাত্রার খরচ সামঞ্জস্য না হওয়া।

২০২৫ সালে বিদেশে বসবাসের জন্য সেরা দেশগুলো চিহ্নিত করতে ইন্টারন্যাশনস এক্সপাট ইনসাইডার একটি জরিপ প্রকাশ করেছে। সেখানে ১০ হাজার ৮৫ অভিবাসী অংশ নিয়েছেন। প্রতিটি দেশের জন্য অন্তত ৫০ জনের তথ্য নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী ৪৬টি দেশকে পাঁচটি প্রধান মানদণ্ডের ওপর র‍্যাংক করা হয়েছে। যেখানে রয়েছে বিদেশে কাজের সুযোগ, ব্যক্তিগত অর্থনীতি, জীবনযাত্রার মান, অভিবাসীর জন্য প্রয়োজনীয় সুবিধা এবং নতুন দেশে মানিয়ে নেওয়া। অংশগ্রহণকারীরা ৫৩টি বিষয়কে ১ থেকে ৭ স্কেলে মূল্যায়ন করেছেন। এ বছর অভিবাসীদের জন্য শীর্ষ ৫ দেশ ও সেখানকার জীবনযাত্রার বিশেষ দিক তুলে ধরা হলো।

পানামা

৪৬টি দেশের মধ্যে প্রথম স্থানে থাকা পানামা সব দিক থেকে সেরা। কাজ, বসবাসের সুবিধা, জীবনযাত্রার মান, ব্যক্তিগত অর্থনীতি—সব ক্ষেত্রে শীর্ষে। ফ্রিল্যান্সার, ডিজিটাল নোম্যাড এবং অবসরপ্রাপ্তদের জন্য বিশেষ সুবিধা। মার্কিন নাগরিক ক্যারি ম্যাকি বলেন, ‘এখানকার সবুজ জঙ্গল, টুকান, বানর, ইগুয়ানা, বিভিন্ন পাখি—সবকিছুই জীবনযাপনে আনন্দ দেয়।’

কলম্বিয়া

দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ায় জীবনযাপন তুলনামূলকভাবে সস্তা। জরিপে দেখা গেছে, প্রায় ৮০ শতাংশ অভিবাসী এখানে বসবাস করে সন্তুষ্ট। অভিবাসী ও পর্যটকেরা কলম্বিয়ার পরিবারকেন্দ্রিক সমাজব্যবস্থা এবং আতিথেয়তার জন্য দেশটিকে পছন্দ করেন। ভ্রমণের জন্য বিশেষভাবে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে আছে বারিচারা গ্রাম এবং কফি উৎপাদন অঞ্চল।

মেক্সিকো

তৃতীয় স্থানে মেক্সিকো। এখানে অতিথিপরায়ণ সংস্কৃতি, বন্ধুত্বপূর্ণ মানুষ, খাদ্য, সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সাশ্রয়ী জীবনযাপন—সবই সুবিধা। অভিবাসীরা স্প্যানিশ ভাষা শেখার পরামর্শ দেন, যাতে স্থানীয় সমাজের সঙ্গে মিলেমিশে থাকা যায়।

থাইল্যান্ড

চতুর্থ স্থানে থাকা থাইল্যান্ড অতিথিপরায়ণ মানুষ, নিরাপদ পরিবেশ, সুন্দর সৈকত এবং জীবনযাত্রার মান অভিবাসীদের আকৃষ্ট করে। ফুকেট, ব্যাংকক ও চিয়াং মাইয়ে জীবনযাত্রা মান সহজ। তবে স্থানীয় সংস্কৃতি এবং নিয়মকানুন বোঝা জরুরি।

ভিয়েতনাম

পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনাম। সেখানে ব্যক্তিগত অর্থনৈতিক পরিস্থিতি সবচেয়ে ভালো র‍্যাঙ্কিং পেয়েছে। দেশটির দ্রুত বেড়ে ওঠা অর্থনীতি, সাহায্যকারী মানুষ অভিবাসীদের কাছে বেশ প্রিয়। হানোয়ায় বুন চা এবং ভিয়েতনামের কফি বিশেষভাবে জনপ্রিয়।

জরিপ থেকে দেখা যায়, অভিবাসীদের জন্য সেরা দেশগুলো শুধু আর্থিক সুবিধা নয়, এর সঙ্গে জীবনযাত্রার মান, সহজে মানিয়ে নেওয়া এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশের কারণে আকর্ষণীয়। পানামা, কলম্বিয়া, মেক্সিকো, থাইল্যান্ড ও ভিয়েতনাম অভিবাসীদের সুবিধা ও উন্নত সুযোগের জন্য এই তালিকায় জায়গা করে নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়