শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৩, ১১:৫১ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৩, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাইজেরিয়ায় শোধনাগারে বিস্ফোরণে ৩৭ ও নৌকা ডুবে ৪০ জনের মৃত্যু

সাজ্জাদুল ইসলাম: [২] পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি অবৈধ তেল শোধনাগারেএই বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন গর্ভবতী নারী রয়েছেন। নৌকাডুবে  দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে। উভয় ঘটনা ঘটে সোমবার। মঙ্গলবার স্থানীয়  কর্মকর্তারা একথা জানিয়েছেন। সূত্র: বিবিসি, রয়টার্স, আনাদোলু

[৩] স্থানীয় নিরাপত্তা প্রধান রুফাস ওয়েলেকেম বলেন, গত সোমবার ভোররাতে রিভার স্টেটের ইবা এলাকায় বিস্ফোরণের এই ঘটনা ঘটে। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি ঘটনাস্থলে পোড়া পাম গাছ এবং মোটরবাইকে ঘেরা খোলা জায়গায় ১৫ জনের মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন।

[৪] ওয়েলেকেম বলেন, ‘আগুনে পঁয়ত্রিশ জন লোক নিহত হয়। ভাগ্যবান দু’জন মানুষ সেখান থেকে প্রাণ নিয়ে পালাতে পারলেও তারা মঙ্গল সকালে হাসপাতালে মারা গেছেন।’ স্বজনরা নিহতদের কয়েকজনকে শনাক্ত করে দাফনের জন্য নিয়ে গেছেন বলেও জানান তিনি।

[৫] মূলত চরম বেকারত্ব এবং দারিদ্র্যের কারণে নাইজারিয়ায় অবৈধ তেল পরিশোধন আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। তবে মাঝে মাঝেই এসব অবৈধ শোধনাগারে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটে।

[৬] দেশটির প্রধান প্রধান তেল কোম্পানির পাইপলাইন থেকে তেল চুরির পর সেগুলো অবৈধ শোধনাগারে পরিশোধন করা হয়। বিপজ্জনক এই প্রক্রিয়ার কারণে অনেক সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে। এছাড়া চোরাকারবারীদের অবৈধ এই তেল শোধন প্রক্রিয়ার কারণে পশ্চিম আফ্রিকার এই দেশটির একটি অঞ্চল ভয়াবহ দূষণের শিকার হয়েছে। ইতোমধ্যে ওই এলাকার কৃষিজমি, নদীনালা এবং এবং উপহ্রদও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

[৭]  এদিকে দেশটিতে নৌকাডুবিতে  ৪০ জন প্রাণ হারিয়েছেন। নাইজেরিয়ার উত্তরপশ্চিমের কোবি রাজ্যে যাত্রী বোঝাই নৌকাডুবির এ ঘটনা ঘটে। প্রবল স্রোতের মধ্যে পড়ে নৌকাটি সোমবার ডুবে যায়। কর্মকর্তারা একথা জানান।

[৮] ইউরির জেলা প্রশাসক বালা মোহাম্মাদ বলেন, স্থানীয় ডুবুরির সাহায্যে ডুবে যাওয়া অন্তত ৪০ জনের সন্ধান করছি আমরা। নাইজেরিয়ায় প্রায় নৌকা ডুবির ঘটনা ঘটে।

এসআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়