শিরোনাম
◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় ◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ১২:৪৭ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ার কয়েক দেশের বিমানবন্দরে কড়া নজরদারি, টার্গেট ভারতীয়রা

ভারতের পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসে আক্রান্তের খবরের পর এশিয়ার একাধিক দেশের বিমানবন্দরগুলোতে যাত্রী স্বাস্থ্য পরীক্ষা ও নজরদারি জোরদার করা হয়েছে। থাইল্যান্ড, নেপাল ও তাইওয়ান কর্তৃপক্ষ কোভিড-১৯ মহামারির সময়কার মতো স্বাস্থ্য পরীক্ষা মঙ্গলবার (২৭ জানুয়ারি) আবারো চালু করেছে। 

থাইল্যান্ডের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে আগত যাত্রীদের ব্যাংককের সুবর্ণভূমি, ডন মুয়াং ও ফুকেট বিমানবন্দরে জ্বর পরীক্ষা, উপসর্গ যাচাই এবং স্বাস্থ্যবিষয়ক সতর্কতা কার্ড দেয়া হচ্ছে। নেপাল ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরসহ ভারতের সঙ্গে স্থল সীমান্তে স্ক্রিনিং জোরদার করা হয়েছে। তাইওয়ান নিপাহ ভাইরাসকে সর্বোচ্চ সতর্কতামূলক ক্যাটাগরি–৫ সংক্রামক রোগ হিসেবে তালিকাভুক্ত করার পরিকল্পনা করছে। খবর গালফ নিউজের।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আক্রান্তের সংখ্যা সীমিত। পশ্চিমবঙ্গে মাত্র দুজনের নিশ্চিত সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে। কেরালা ও পশ্চিমবঙ্গকে নিপাহ-প্রবণ এলাকা হিসেবে উল্লেখ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভাইরাসের মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে এবং এখনো কার্যকর কোনো টিকা নেই। 

নিপাহ সাধারণত প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ানো ভাইরাস, যা বাদুড় ও শূকরের মাধ্যমে সংক্রমিত হতে পারে এবং মানুষ থেকে মানুষে সংক্রমণের ঝুঁকিও রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একে উচ্চ ঝুঁকিপূর্ণ রোগজীবাণু হিসেবে তালিকাভুক্ত করেছে।
 
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ যাত্রীদের জন্য ঝুঁকি কম হলেও সতর্কতা, দ্রুত শনাক্তকরণ ও উপসর্গ দেখা দিলে চিকিৎসা নেয়া অত্যন্ত জরুরি। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়