শিরোনাম
◈ নির্বাচনের আগেও নয়, ভবিষ্যতেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠছে না: আসিফ নজরুল ◈ ভাষাসৈনিক আহমদ রফিক লাইফ সাপোর্টে ◈ দুবাই শেখ সেক্স পার্টনার খুঁজছেন, তোমার কি কোনো ভালো বন্ধু আছে? চাঞ্চল্যকর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ◈ ডোনাল্ড ট্রাম্প হ‌বেন গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান ◈ ডোনাল্ড ট্রাম্পের জন্য কারাগারই সবচেয়ে উপযুক্ত জায়গা :  কলম্বিয়ার প্রেসিডেন্ট ◈ ‌নেপা‌লের কা‌ছে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ বেশকিছু অভিজ্ঞ ক্রিকেটার ◈ টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকেট লি‌গে বরিশালকে সহজেই হারালো চট্টগ্রাম ◈ আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার: তারেক রহমান ◈ জাপায় ফের অস্থিরতা, প্রতীকের দাবি নিয়ে আবারও লড়াই ◈ প্রথমবার দ্বিপা‌ক্ষিক সি‌রিজ খে‌লে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ কর‌লো নেপাল 

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৩:১৯ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন সরকারে ‘শাটডাউন’ মানে কী, কেমন প্রভাব পড়বে?

যুক্তরাষ্ট্রে সরকার পরিচালনার তহবিল ছাড়ের জন্য কংগ্রেস তথা পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হয়। তবে তহবিল ছাড়ের নতুন একটি বিল পাস না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য শাটডাউন তথা সরকারি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর ফলে বেশ কিছু সরকারি দফতরের সেবাদান বন্ধ হয়ে গেছে। এসব দফতরের কর্মীদের অবৈতনিক ছুটিতে থাকতে হবে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোটাভুটিতে প্রশাসনের তহবিল সংক্রান্ত বিল অনুমোদন করতে পারেনি মার্কিন সিনেট। ফলে এদিন মধ্যরাত তথা বুধবার (১ অক্টোবর) প্রথম প্রহর থেকেই সরকারি কার্যক্রম বন্ধ হতে শুরু করে।

 তবে এটা কতদিন চলবে তা এখনও জানা যায়নি। সাত বছর আগেও একবার এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই শাটডাউন ছিল ৩৫ দিন যা এ যাবৎকালেল সবচেয়ে দীর্ঘতম।
 
‘শাটডাউন’ কী

প্রতি অর্থবছরে সরকারের বিভিন্ন দফতরের কাজ চালানোর জন্য মার্কিন কংগ্রেসকে অর্থ বরাদ্দ করতে হয়। অর্থবছর শুরু হয় ১ অক্টোবর থেকে। যদি এই সময়ের মধ্যে সিনেট সদস্যেরা একমত হয়ে ব্যয় বরাদ্দ চূড়ান্ত করতে না পারেন, তবে বিভিন্ন দফতরের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
 
যতদিন পর্যন্ত কংগ্রেস থেকে অর্থ বরাদ্দ না করা হচ্ছে, ততদিন দফতরগুলো বন্ধ থাকবে। ১০০ সদস্যের মার্কিন সিনেটে রিপাবলিকানদের আসন সংখ্যা ৫৩। যেকোনো বিল পাশ করাতে অন্তত ৬০ জন সদস্যের সমর্থন তাদের প্রয়োজন হয়।
 
তবে মঙ্গলবার সরকারি তহবিল সংক্রান্ত বিলে তা হয়নি। সেই কারণে সিনেটের অনুমোদনও মেলেনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ব্যয় বাজেট গঠনকারী ১২টি বিলের কোনোটাই এখনও আইনসভার দুই কক্ষে পাশ হয়নি।
 
কোন কোন দফর বন্ধ, কী কী খোলা

‘শাটডাউন’-এ মার্কিন সরকারের অধিকাংশ দফতরের কাজই বন্ধ হয়ে যাবে। চালু থাকবে কেবল আপৎকালীন পরিষেবাগুলো। কোন কোন দফতর চালু থাকবে, কতজন কর্মীকে নিয়ে চলবে, তা আলোচনার মাধ্যমে স্থির করা হয়। যারা ‘শাটডাউন’ চলাকালীনও কাজ করবেন, তাদের অধিকাংশই বেতন পাবেন না। ‘শাটডাউন’ শেষ হলে আবার তাদের বেতন দেয়া হবে।
 
‘শাটডাউন’-এর প্রভাব পড়বে খাদ্য দফতরে। জরুরি পরিষেবা চালু থাকলেও অনেক কাজই ক্ষতিগ্রস্ত হবে। কোনো কোনো কাজ পিছিয়ে যেতে পারে বা সাময়িকভাবে বন্ধ হতে পারে।
 
মার্কিন শিক্ষা দফতর জানিয়েছে, অধিকাংশ কর্মীকেই আপাতত বসিয়ে রাখা হবে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ চালু থাকবে। এই দফতরের কর্মীদের কাজ চালিয়ে যেতে হবে। শুল্ক ও সীমান্তরক্ষা দফতরের কর্মীদেরও কাজ করতে হবে।
 
 অভিবাসন, পরিবহণ নিরাপত্তা, সিক্রেট সার্ভিস, নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার কাজ চালু থাকবে। প্রতিরক্ষা দফতরে কিছু বিভাগ খোলা রাখা হবে। তার মধ্যে দক্ষিণ সীমান্ত, পশ্চিম এশিয়া এবং গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অগ্রাধিকার পাবে বলে দফতর থেকে জানানো হয়েছে।
 
বয়স্ক নাগরিক, প্রতিবন্ধী এবং অন্যান্যদের মার্কিন সরকারের তরফ থেকে যে সামাজিক সুরক্ষা ভাতা দেয়া হয়, তা বন্ধ হচ্ছে না। শ্রম বিভাগ জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত প্রক্রিয়াকরণের জন্য তহবিল রয়েছে, ততক্ষণ বেকারদের সুযোগ-সুবিধাগুলো বন্ধ হবে না। বিনা বেতনে কাজ করতে হবে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকারীদের।
 
ট্রাম্প কী বলছেন

কতদিন এই ‘শাটডাউন’ চলতে পারে, তা স্পষ্ট নয়। ২০১৮ সালে ট্রাম্পের প্রথম দফায় মার্কিন প্রশাসন ৩৫ দিনের জন্য অচল হয়ে পড়েছিল। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেটাই সবচেয়ে বড় ‘শাটডাউন’।
 
এবার তহবিল সংক্রান্ত আলোচনায় অগ্রগতি না-হওয়ায় ডেমোক্র্যাটদের দোষারোপ করছেন ট্রাম্প। তিনি এরই মধ্যে গণছাঁটাইয়ের হুমকি দিয়েছেন। বলেছেন, ‘শাটডাউনের অনেক ভালো দিকও রয়েছে। আমরা যেগুলো চাই না, তেমন অনেক জিনিস ফেলে দিতে পারি। অনেককে ছাঁটাই করা হবে। তারা প্রত্যেকেই হবেন ডেমোক্র্যাট।’ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়