শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশসহ ছয়টি দেশ। আজ রবিবার বিকেল সোয়া পাঁচটার দিকে বাংলাদেশে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯।
বাংলাদেশ ছাড়াও ভারতের আসাম, ভূটান ও নেপালে, মিয়ানমার ও চীনেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর তথ্য অনুযায়ী, আসামের গুয়াহাটিতে ছিল এর উৎপত্তিস্থল। ভূকম্পনের উৎপত্তি ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।