স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ম্যাচে বাংলাদেশ সময় রোববার সকালে ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারায় শার্লট এফসি। শার্লটের তিনটি গোলই করেন তোকলোমাতি। ইসরাইলের ২১ বছর বয়সী উইঙ্গারের ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক এটি।
২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর প্রথমবার পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হলেন মেসি। মায়ামির হয়ে আগে তিনটি পেনাল্টি নিয়ে সফল ছিলেন তিনি সবকটিতেই। লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডাসের কাছে একই ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর আন্তর্জাতিক বিরতি শেষে লিগে এটিই ছিল মায়ামির প্রথম ম্যাচ। ফেরার ম্যাচেই বড় ধাক্কাল দলটি এখন টালমাটাল। -- বিডিনিউজ
ম্যাচের ৫৯ শতাংশ সময় বল ছিল মায়ামির নিয়ন্ত্রণে। গোলে ১০টি শট নিয়ে লক্ষ্যে রাখে তারা পাঁচটি। সবকটিই আটকে দেন গত মৌসুমে লিগের সেরা গোলকিপার শার্লটের ক্রিস্তিয়ান কালিনা। শার্লট চারটি শট লক্ষ্যে রেখে কাজে লাগায় তিনটিই। এই মৌসুমেও দুর্দান্ত পারফর্ম করে এই নিয়ে ১০ ম্যাচে গোল হজম করলেন না ক্রোয়াট গোলকিপার কালিনা।
শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ভালোই করেছিল মায়ামি। ষষ্ঠ মিনিটে তাদেও আইয়েন্দের ক্রস থেকে জর্দি আলবার বাঁ পায়ের গতিময় ভলি ডান দিকে ঝাঁপিয়ে রক্ষা করেন কালিনা।
৩২তম মিনিটে পেনাল্টিতে মেসির ওই সুযোগ হাতছাড়া। ঘরের মাঠের দর্শকদের সেই উল্লাসের রেশ না কাটতেই দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেওয়ার উচ্ছ্বাস উপহার দেন তোকলোমাতি। প্রথমার্ধে আর নাটকীয় কিছু হয়নি। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই ব্যবধান বাড়িয়ে নেন তোকলোমাতি।
৬৪তম মিনিটে আলবার ক্রস থেকে শার্লটের রক্ষণের ভুলে সুযোগ পেয়েছিলেন আইয়েন্দে। কিন্তু খুব কাছ থেকে নেওয়া তার শট পা বাড়িয়ে ঠেকান গোলকিপার কালিনা। ৭২তম মিনিটে আবার দলকে বিপদ থেকে রক্ষা করেন কালিনা। এবার মেসির চমৎকার থ্রু বল ধরে বক্সের ভেতর থেকে শটনেন আইয়েন্দে। কালিনা ভুল দিকে ডাইভ দিলেও পা দিয়ে আটকে দেন বল।
মায়ামির ম্যাচে ফেরার সম্ভাবনা একরকম শেষ হয়ে যায় ৭৯তম মিনিটে। তোকলোমাতিকে পেছনে থেকে টেনে ধরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ডিফেন্ডার তমাস আবিলেস।
১০ জনের মায়ামি আরেকটি গোল হজম করে ৮৪তম মিনিটে। সের্হিও বুসকেতসের ফাউলে পেনাল্টি পায় শার্লট। কাজে লাগিয়ে হ্যাটট্রিকের আনন্দে মেতে ওঠেন তোকলোমাতি।
টানা নবম জয়ে লিগে রেকর্ড স্পর্শ করল শার্লট। ১৯৯৮ সালের জুলাই থেকে সেপ্টেম্বরে টানা ৯ ম্যাচ জিতেছিল সিয়াটল সাউন্ডার্স। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ৩০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শার্লটের অবস্থান এখন তৃতীয়। ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া। ৪৬ পয়েন্ট নিয়ে আপাতত আট নম্বরে আছে মায়ামি। যদিও মেসিরা ম্যাচ খেলেছেন ২৬টি।