বাংলাদেশ নারী দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম এবার এক বিস্ফোরক অভিযোগ করেছেন বাংলাদেশ নারী দলের সাবেক এক ম্যানেজারের বিরুদ্ধে। সম্প্রতি বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার পাশাপাশি জুনিয়রদের গায়ে হাত তোলার অভিযোগ করেছিলেন এই টাইগ্রেস পেসার।
আলোচিত এক ক্রীড়া সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা দাবি করেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ওই সাবেক ম্যানেজার তার সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন। তিনি বলেন, ‘উনি (সাবেক ম্যানেজার) আমার কাছে আসলো, এসে আমার কাঁধে হাত দিয়ে বলছে- 'তোর পিরিয়ডের কত দিন চলছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে তখন ডাকবো, চলে আসিস।'
ম্যাচ শেষ হওয়ার পর হ্যান্ডশেক করার সময় ওই সাবেক ম্যানেজার এসে জড়িয়ে ধরে বলে অভিযোগ করে জাহানারা বলেন, 'বিশ্বকাপের কিছু ম্যাচে, যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (সাবেক ম্যানেজার) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।'
জাহানারা আলম আরও বলেন, বিসিবির কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও যোগ করেন, 'দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। আমাদের তৎকালীন নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে বারবার জানিয়েছি। এক- দু'দিন ঠিক থাকতো, এরপর আবার আগের অবস্থায় ফিরে যেতো।'