স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে বীর সেনাদের মতো পৌঁছে যায় নিউজিল্যান্ডে। সেখানে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত খেলে ৭ রানে হারিয়েছিলো নিউজিল্যান্ডকে। বৃহস্পতিবার ( ৬ নভেম্বর) দ্বিতীয় ম্যাচেও দারুণ লড়াই করে ওয়েস্ট ইন্ডিজ হেরে গেছে মাত্র ৩ রানে।
এদিন দুইশ ছাড়ানো লক্ষ্যে মাত্র ৯৩ রানে ৬ উইকেট হারিয়ে ফেলল ওয়েস্ট ইন্ডিজ। বড় জয়ই হয়তো দেখতে পাচ্ছিল নিউ জিল্যান্ড। তবে তাদের কাঁপিয়ে দিলেন রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড ও ম্যাথু ফোর্ড। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না তিন অলরাউন্ডার। অল্পের জন্য বেঁচে গেল কিউইরা। -- টি স্পোর্টস
অকল্যান্ডে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩ রানে হারিয়েছে নিউ জিল্যান্ড। ২০৮ রানের লক্ষ্যে শেষের ঝড়ে ২০৪ রান পর্যন্ত যেতে পারে ক্যারিবিয়ানরা। পাঁচ ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা।
অথচ পাওয়েল ও ফোর্ডের ঝড়ে এক পর্যায়ে মনে হচ্ছিল, সহজেই জিতে যাবে ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে শেষ ওভারে ১৬ রানের সমীকরণে ফোর্ড দুইটি চার মারলে প্রথম দুই বলে ৯ রান পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৪ বলে বাকি থাকে ৭ রান।
সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান জেমিসন। ফ্রি হিট বলে তিনি দেন মাত্র ১ রান। পরে পাওয়েলকে আউট করেন কিউই তারকা পেসার। শেষ বলে বাকি থাকে ৫ রান। তবে জেমিসনের স্লোয়ারে ১ রানের বেশি নিতে পারেননি ফোর্ড।
রান তাড়ায় শুরুতে অবশ্য ম্যাচেই ছিল না সফরকারীরা। প্রথম ওভারে উইকেট মেডেন নেন জ্যাকব ডাফি। জুটি গড়ার চেষ্টা করেন আলিক আথানেজ ও শাই হোপ। আথানেজ ২৫ বলে ৩৩ ও হোপ ২৬ বলে ২৪ রান করে আউট হন।
এরপর আকিম অগাস্ত (৭ বলে ৭), জেসন হোল্ডার (৮ বলে ১৬) ও রস্টোন চেজ (৬ বলে ৬) হতাশ করলে ১২.৫ ওভারে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৯৩ রান।
সেখান থেকে মাত্র ২৪ বলে ৬২ রানের জুটি গড়েন পাওয়েল ও শেফার্ড। ১ চারের সঙ্গে ৪টি ছক্কা মেরে ১৬ বলে ৩৪ রান করে আউট হন শেফার্ড। পরে ফোর্ডের সঙ্গে দলকে এগিয়ে নেন পাওয়েল। দুজনের জুটিতে আসে ১৮ বলে ৪৭ রান।
ষষ্ঠ উইকেট পড়ার উইন্ডিজের প্রয়োজন ছিল ৪৩ বলে ১১৫ রান। সেই লক্ষ্যে পাওয়েল, শেফার্ড ও ফোর্ড মিলে ৩৯ বলে করে ফেলেন ১০৮ রান। কিন্তু শেষ ৪ বলে ৭ রানের সমীকরণ আর তারা মেলাতে পারেননি।
পাওয়েল ১৬ বলে ৪৫ রান করে আউট হন। ফোর্ড ১৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। ইনিংসে মোট ১৮টি ছক্কা মারে ওয়েস্ট ইন্ডিজ। নিউ জিল্যান্ডের মাঠে যা এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর আগে কিউইরা ভিন্ন তিন ম্যাচে ১৮টি ছক্কা মেরেছিল। নিউ জিল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন ইশ সোধি ও মিচেল স্যান্টনার।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ঝড় তোলেন টিম রবিনসন। ৫ চার ও ১ ছক্কায় ২৫ বলে ৩৯ রান করেন কিউই ওপেনার।
এরপর তাণ্ডব চালান মার্ক চ্যাপম্যান। চার নম্বরে নেমে ৬ চারের সঙ্গে ৭টি ছক্কা মেরে মাত্র ২৮ বলে ৭৮ রানের ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটার।
শেষ দিকে ড্যারেল মিচেল ১৪ বলে ২৮ ও স্যান্টনার ৮ বলে ১৮ রানের অপরাজিত ইনিংস খেললে দুইশ ছাড়ানো সংগ্রহ পায় নিউ জিল্যান্ড। নেলসনে আগামী রোববার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে লড়বে দুই দল।