স্পোর্টস ডেস্ক :ক্রিকেট মাঠের এক সময়ের আশার ফুল মোহম্মদ আশরাফুল এবার ক্রিকেট প্রেমীদের সামনে হাজির হলেন জাতীয় দলের কোচ হয়ে। ২০১৩ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মোহাম্মদ আশরাফুল। এরপর ফিক্সিং কাণ্ডে জড়িয়ে নিষিদ্ধ হন।
পরে ফিরে এসেছেন, ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। কিন্তু আর জায়গা হয়নি জাতীয় দলে। আর এখন তো ভূমিকা বদলে হয়ে গেছেন কোচ।
তবে আশরাফুল আবারও জাতীয় দলের ড্রেসিং রুমে ফিরছেন। এবার ব্যাটিং কোচের দায়িত্ব নিয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য তাকে নিয়োগ দিয়েছে বিসিবি।
সম্প্রতি ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে টাইগার ক্রিকেটের প্রথম সুপার স্টার জানালেন এই অনুভূতি দারুণ।
তিনি বলেন, 'এই দলটার ড্রেসিংরুমে আমার আবার ঢোকা হবে ভেবে ভালো লাগছে। ১৩ টা বছর একজন খেলোয়াড় হিসেবে এই ড্রেসিংরুমে ছিলাম। অনেক কোচের অধীনে খেলেছি, সেই অভিজ্ঞতাই এখন অন্য প্লেয়ারদের সাথে শেয়ার করবো। ভালো ব্যপার।
কোচ হয়ে স্বল্প সময়ে অনেক কিছু বদলে দিবেন টাইগার ব্যাটারদের, এমন প্রত্যাশা করা বেমানান। আশরাফুল নিজেও সেটা ভালো করে বুঝেন। তাইতো টেকনিক্যাল দিকের চেয়ে আশরাফুলের নজর মানসিক দিক উন্নতিতে।
তিনি বলেন, 'ক্রিকেটে টেকনিক্যাল দিক ছাড়াও মানসিক পরিপক্কতার অনেক দরকার আছে। এই ব্যপারগুলো নিয়েই আমি প্লেয়ারদের সাথে আলোচনা করবো। আপনার মাইন্ড ক্লিয়ার থাকলে ব্যাটিং বা অন্যান্য পারফরম্যান্সও ভালো থাকবে। আমি এই দিকটার উপর জোর দিবো।