শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪২ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেপালে বিক্ষোভ-সহিংসতায় পর্যটনে ক্ষতি ২৫০০ কোটি রুপি

হিমালয়ান টাইমস: দুই ডজনেরও বেশি হোটেল ভাঙচুর বা লুটপাটের শিকার হয়েছে। এর মধ্যে কাঠমান্ডুর হিলটনও রয়েছে, যার ক্ষতি ৮০০ কোটি রুপিরও বেশি।
 
নেপালে জেন-জি’দের বিক্ষোভে পর্যটন খাত ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। গত ৮ থেকে ৯ সেপ্টেম্বরের এই বিক্ষোভে হোটেল ভাঙচুর, যাতায়াত ব্যাহত হওয়া এবং পর্যটন মৌসুম শুরুর আগেই ব্যাপকহারে বুকিং বাতিলের কারণে প্রায় ২৫০০ কোটি রুপির ক্ষতি হয়েছে।

হোটেল অ্যাসোসিয়েশন নেপালের একটি প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, দুই ডজনেরও বেশি হোটেল ভাঙচুর বা লুটপাটের শিকার হয়েছে। এর মধ্যে কাঠমান্ডুর হিলটনও রয়েছে, যার ক্ষতি ৮০০ কোটি রুপিরও বেশি। পোখরা, ভৈরহাওয়া, বিরাটনগর ও ধনগড়ির মতো গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ক্ষয়ক্ষতির মধ্যেও পর্যটন কর্মকর্তারা আশাবাদী। নেপাল ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দীপক রাজ জোশি বলেন, পর্যটন খাত পুনরুদ্ধারে একটি পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। ২০১৫ সালের ভূমিকম্প ও কোভিড-১৯ মহামারীর মতো দুর্যোগের পরে অতীতের কথা উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, পর্যটন খাত আবারো পুনরুজ্জীবিত হবে।

অর্থনীতিবিদ ড. সামির খাতিওয়াদা ও নেপালের শিল্প খাতের নেতারা সরকারকে বিদেশী পর্যটকদের জন্য ইতিবাচক প্রচার, আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং বর্তমানে দেশে আগত প্রায় ১৫ হাজার বিদেশী পর্যটকদের জন্য নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন।

এদিকে, হোটেল অ্যাসোসিয়েশন নেপালের চেয়ারম্যান বিনায়ক শাহ সব অংশীদারদের ঐক্যবদ্ধ হওয়ার এবং পর্যটন পুনরুজ্জীবনের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, যেহেতু পর্যটন মৌসুম শুরু হতে চলেছে, তাই নেপাল থেকে ইতিবাচক বার্তা পাঠানো গুরুত্বপূর্ণ।

এছাড়াও নেপালের ট্রেকিং অ্যাজেন্সিজ অ্যাসোসিয়েশন ও মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্টরা আস্থা পুনরুদ্ধার এবং নেপালের পর্যটন পুনরুজ্জীবনকে ত্বরান্বিত করার জন্য ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়