শিরোনাম
◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: পে-স্কেলের মূল বেতন ৩০০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব, কোন গ্রেডে কত?

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৫, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়ে চুরি করে ধরা খেলেন ভারতীয় নারী! (ভিডিও)

মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়াতে এসে চুরির অভিযোগে পুলিশের জেরার মুখে পড়েছেন এক ভারতীয় নারী। প্রায় ১.১ লক্ষ টাকার (১৩০০ ডলার) পণ্য চুরির চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুরো ঘটনাটির ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সূত্র বলছে, ইলিনয় অঙ্গরাজ্যের একটি টার্গেট স্টোরে প্রায় সাত ঘণ্টা ঘোরাঘুরি করছিলেন ওই নারী। তার সন্দেহজনক আচরণ লক্ষ্য করে স্টোর কর্মীরা পুলিশে খবর দেন। পরে বডিক্যামেরা ফুটেজে ধরা পড়ে পুরো ঘটনাটি।

ভিডিওতে দেখা যায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই নারী জানান তিনি বিদেশি এবং এই দেশে স্থায়ীভাবে থাকেন না। তিনি বলেন, “আমি দুঃখিত যদি আপনাদের বিরক্ত করে থাকি। আমি এই দেশের মানুষ নই, এখানে থাকব না। আমি দাম পরিশোধ করতে চাই।”

জবাবে এক মার্কিন মহিলা পুলিশ অফিসার পাল্টা প্রশ্ন করেন, “ভারতে কি চুরি করা বৈধ?”—যা নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মহিলাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনার প্রস্তুতি চলছে। তবে তাকে এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়নি।

ঘটনার পরপরই ভিডিওটি ইউটিউব ও এক্স-এ (সাবেক টুইটার) ভাইরাল হয়ে যায়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, “চলতি বছরের ১ মে এক মহিলা স্টোরে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়ে হাজার ডলারের পণ্য চুরি করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ডাকা হয়। এরপর যা ঘটে, সেটিই এই ভিডিওতে রয়েছে।”

ভিডিও ভাইরাল হওয়ার পর ভারতীয় নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কেউ এই ঘটনায় ভারতীয় নাগরিক হিসেবে বিব্রত বোধ করছেন, আবার কেউ মার্কিন পুলিশের মন্তব্যকে “উগ্র জাতীয়তাবাদী” হিসেবে সমালোচনা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়