শিরোনাম
◈ সোহরাওয়ার্দীতে জামায়াতের ইতিহাসের প্রথম একক সমাবেশ, মানতে হবে যেসব নির্দেশনা ◈ গোপালগঞ্জে কারফিউ শিথিল, সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বাইরে থাকার অনুমতি ◈ সেপ্টেম্বরে নেপা‌লের বিরু‌দ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, হামজা ও সামিতকে দ‌লে পাওয়ার সম্ভাবনা কম ◈ জুলাই যোদ্ধা নারীরা নতুন যুদ্ধের মুখোমুখি ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৫, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়ে চুরি করে ধরা খেলেন ভারতীয় নারী! (ভিডিও)

মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়াতে এসে চুরির অভিযোগে পুলিশের জেরার মুখে পড়েছেন এক ভারতীয় নারী। প্রায় ১.১ লক্ষ টাকার (১৩০০ ডলার) পণ্য চুরির চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুরো ঘটনাটির ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সূত্র বলছে, ইলিনয় অঙ্গরাজ্যের একটি টার্গেট স্টোরে প্রায় সাত ঘণ্টা ঘোরাঘুরি করছিলেন ওই নারী। তার সন্দেহজনক আচরণ লক্ষ্য করে স্টোর কর্মীরা পুলিশে খবর দেন। পরে বডিক্যামেরা ফুটেজে ধরা পড়ে পুরো ঘটনাটি।

ভিডিওতে দেখা যায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই নারী জানান তিনি বিদেশি এবং এই দেশে স্থায়ীভাবে থাকেন না। তিনি বলেন, “আমি দুঃখিত যদি আপনাদের বিরক্ত করে থাকি। আমি এই দেশের মানুষ নই, এখানে থাকব না। আমি দাম পরিশোধ করতে চাই।”

জবাবে এক মার্কিন মহিলা পুলিশ অফিসার পাল্টা প্রশ্ন করেন, “ভারতে কি চুরি করা বৈধ?”—যা নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মহিলাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আনার প্রস্তুতি চলছে। তবে তাকে এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়নি।

ঘটনার পরপরই ভিডিওটি ইউটিউব ও এক্স-এ (সাবেক টুইটার) ভাইরাল হয়ে যায়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, “চলতি বছরের ১ মে এক মহিলা স্টোরে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়ে হাজার ডলারের পণ্য চুরি করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ডাকা হয়। এরপর যা ঘটে, সেটিই এই ভিডিওতে রয়েছে।”

ভিডিও ভাইরাল হওয়ার পর ভারতীয় নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কেউ এই ঘটনায় ভারতীয় নাগরিক হিসেবে বিব্রত বোধ করছেন, আবার কেউ মার্কিন পুলিশের মন্তব্যকে “উগ্র জাতীয়তাবাদী” হিসেবে সমালোচনা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়