শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২২, ০৪:৪২ দুপুর
আপডেট : ০৪ জুলাই, ২০২২, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থ্রোট ডিপথেরিয়া বাংলাদেশের জন্য আতঙ্কজনক নয়: ডা. লেলিন চৌধুরী

ডা. লেলিন চৌধুরী

ভূঁইয়া আশিক রহমান: থ্রোট ডিপথেরিয়া ব্যাকটেরিয়াজনিত ইনফেকশন। গলা ও টনসিলে মারাত্মকভাবে ক্ষত তৈরি করে। ডিপথেরিয়ায় আক্রান্তদের গলায় রাতারাতি একটি ধূসর-সাদা পাতলা আস্তরণ তৈরি হয়ে যায়। যা কোনো খাদ্যবস্তু চিবিয়ে ও গিলে খেতে সমস্যা তৈরি করে। নিঃশ্বাস নিতেও সমস্যা হয় আক্রান্তের। খুব সম্প্রতি অস্ট্রেলিয়ায় দুই শিশুর শরীরে এই রোগ শনাক্ত হয়েছে। এই শতাব্দীতে  এ রোগে আক্রান্ত হওয়ার প্রথম ঘটনা এটি। এ নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক বিরাজ করছে। 

থ্রোট ডিপথেরিয়া ইনফেকশন বা রোগ কি আমলেই মারাত্মক কোনো রোগ?  জানতে চাইলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, থ্রোট ডিপথেরিয়ায় আক্রান্ত হলে শিশুদের গলায় ইনফেকশন হয়। যা বড়দেরও হতে পারে। কাশিও হয়। ঠিকমতো চিকিৎসা না হলে মারাও যেতে পারেন রোগী। 

তিনি বলেন, ডিপথেরিয়া মারাত্মক সংক্রামক রোগ। কিন্তু আমাদের দেশে যে ছয়টি টিকা দেওয়া হয় বাচ্চাদের, এর মধ্যে ডিপথেরিয়ার টিকাটাও থাকে। যে কারণে আমাদের শিশুদের মধ্যে এই রোগ কম দেখা যায়। ডিপথেরিয়া বাতাসের মাধ্যমে সংক্রমণ ছড়ায়। এটা বায়ুবাহিত রোগ। এই রোগ হলে গলায় মারাত্মক ক্ষত সৃষ্টি করে। 

থ্রোট ডিপথেরিয়া বাংলাদেশের জন্য আতঙ্কজনক নয়, সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ডিপথেরিয়া আমাদের জন্য বড় কোনো থ্রেট নয়। তবে সবসময় সচেতন থাকতে হবে। সতর্ক থাকতে হবে অবশ্যই। তাহলে ঝুঁকির মাত্রা কমে আসবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়