ভরদুপুরে রাজধানী থেকে ৩ বছরের শিশুকে অপহরণের ঘটনায় মূল হোতা মো. চাঁন মিয়াসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেই সঙ্গে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই গাইবান্ধা জেলা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি জানান, ৩ বছরের শিশুটিকে অপহরণকাণ্ডের মূলহোতা চাঁন মিয়া নামের এক রিকশাচালক। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মুগদা হাসপাতালের গেইটের বাইরে থেকে শিশুটিকে নিয়ে উধাও হন তিনি।
র্যাবের এই কর্মকর্তা জানান, ঘটনার দিন শিশুটির তৃষ্ণা মেটাতে তার মা পানি কিনতে গেলে মুহূর্তেই অটোরিকশাচালক চান মিয়া শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে মুগদা থানায় একটি মামলাও করেন শিশুটির মা।
পরবর্তীতে মামলার পর তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মূলহোতা চাঁন মিয়া ও তার ৩ সহযোগীকে গ্রেপ্তারের পাশাপাশি গাইবান্ধা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। ইতোমধ্যে সম্পূর্ণ সুস্থ অবস্থায় শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।