শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০৭:১৬ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে শাকিব নয়, মাহফুজের সঙ্গে আসছেন বুবলী

শিমুল চৌধুরী ধ্রুব: গত ঈদুল ফিতরে দেশব্যাপী মুক্তি পায় ‘লিডার: আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রটি। এর মাধ্যমে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রেক্ষাগৃহের পর্দায় এসেছিলেন অভিনেত্রী শবনম বুবলী। কিন্তু আসন্ন ঈদুল আজহায় বুবলীর সঙ্গে দেখা যাবে না শাকিবকে। এবার অভিনেত্রীর সঙ্গে জুটি বেধে পর্দায় আসছেন আলোচিত অভিনেতা মহফুজ আহমেদ। তারা জুটি বেধেছেন চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমায়। ইতোমধ্যে সংশ্লিষ্ট টিমের সঙ্গে প্রচারণায় নেমেছেন তারা। বিষয়টি সামাজিক মাধ্যম ফেসবুকে জানিয়েছেন বুবলী নিজেই।

এদিকে শুক্রবার রাজধানীর একটি রেস্তোরাঁয় একটি লাইভ আড্ডায় মেতে ওঠে ‘প্রহেলিকা’ টিম। সেখানে পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘আমার সিনেমার গল্পই সুপারস্টার। দর্শকের জন্যই আমি কাজ করি। ঈদে ‘প্রিয়তমা’, ‘অন্তর্জাল’সহ অনেক ভালো সিনেমা আসছে। আমরা সব সিনেমা দেখব। এর পাশে ‘প্রহেলিকা’ সিনেমাও দেখব।’

মাহফুজ আহমেদ বলেন, ‘দীর্ঘ চার বছর পর ‘প্রহেলিকা’ সিনেমার মাধ্যমে নতুন সিনেমা নিয়ে ফিরেছি আমি। এটা হলো মনের মানুষ খোঁজার গল্প। বুবলীকে খুবই সময় সচেতন শিল্পী হিসেবে আমার পাশে পেয়েছি। আশা করি ভালো কিছু পাবে দর্শক।’

শবনম বুবলী বলেন, ‘আমরা অন্যরকম একটি আড্ডা দিতে এসেছি। আপনাদের সঙ্গে আড্ডা দিতে এসেছি। আমরা শুধু ‘প্রহেলিকা’ সিনেমা নিয়ে আড্ডা দেব। একটা ভালো সিনেমা করেছি। বলব না বিশাল কিছু বানিয়ে ফেলেছি। আপনারা গণমাধ্যমের বন্ধুরা আমাদের সবচেয়ে বড় শক্তি। আশা করি আপনাদের পাশে পাব।’

সিনেমাটির প্রথম গান ‘মেঘের নৌকা’ এরই মধ্যে আলোচিত হয়েছে। গানটি গেয়েছেন ইমরান ও কোনাল। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। জামাল হোসেন ও রঙ্গন মিউজিক প্রযোজিত এ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসসিডি/এসএইচবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়