শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ০১:৩৭ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৩, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সঙ্গে নেই ঐশ্বরিয়া, প্রশ্নের মুখে অভিষেক

ঐশ্বরিয়া- অভিষেক

শিমুল চৌধুরী ধ্রুব: আইফা-২০২৩-এর উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চন ও ভিকি কৌশলকে। এজন্য ইতোমধ্যে দুবাই পৌঁছেছেন তারা। তবে অভিষেক বচ্চনের সঙ্গে যাননি স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্যা। আর এতেই প্রশ্নের মুকে পড়েছেন অভিষেক। হিন্দুস্থান টাইমস

জানা গেছে, ঐশ্বরিয়া ও আরাধ্যা মুম্বইতেই রয়েছেন। কেন তারা অভিষেকের সঙ্গে দুবাই জাননি এমন প্রশ্ন ওঠে আইফা’র পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে। জবাবে অভিষেক বলেন, ‘আরাধ্যার স্কুল চলছে। আর সে কারণেই এবার ঐশ্বরিয়া অনুষ্ঠানে থাকতে পারবেন না।’ এদিকে কিছুদিন আগেই ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার সঙ্গে পৌঁছেছিলেন আরাধ্যাও। তখন তাদের সঙ্গে সেখানে যাননি অভিষেক। বলিউড হাঙ্গামা

অভিষেক, ভিকি ছাড়াও আইফা অ্যাওয়ার্ডে যোগ দিতে দুবাই পৌঁছেছেন বলিউড সুপারস্টার সালমান খান। অনুষ্ঠানে জ্যাকুলিন ফার্নান্দেজ, বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যাননের সঙ্গে পারফর্ম করবেন তিনি। এছাড়া, নোরা ফাতেহি, রাকুল প্রীত সিংও এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করবেন। টাইমস অব ইন্ডিয়া

এ বছর, ভারতীয় সিনেমায় কৃতিত্বের-এর জন্য কমল হাসানকে সংবর্ধিত করা হবে। অন্যদিকে, আইফা ২০২৩-এ রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া দেশমুখও ‘আঞ্চলিক সিনেমায় অসামান্য কৃতিত্বের’ জন্য সম্মানিত হতে চলেছেন। সম্মানিত হতে চলেছেন সেলেব্রিটি ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাও। আইফা’র অফিসিয়াল ওয়েবসাইট  
সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসএইচডি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়