শিরোনাম
◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যতের পরিকল্পনা ফাঁস করলেন সজীব ওয়াজেদ জয়! ◈ ১২ ফেব্রুয়া‌রি নির্বাচন কি আসলেই হবে- এই প্রশ্ন এখনো কেন উঠছে ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে মার্সেইকে ৩-০ গো‌লে হারা‌লো লিভারপুল ◈ আজ নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম ◈ কানায় কানায় পূর্ণ আলিয়া মাদরাসা মাঠ, জনসমুদ্রে রূপ নিল বিএনপির জনসভা ◈ ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে বিচার শুরুর বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত আজ ◈ ফুটবল বিশ্বকা‌পের দ‌লে কী  জায়গা পা‌বেন নেইমার? ◈ টি–২০ বিশ্বকাপই শেষ সুযোগ, সে‌মিফাইনা‌লে উঠতে না পারলে চাকরি হারা‌বেন ম্যাককালাম ◈ রমজানে স্কুল খোলা রাখা 'বৈষম্যমূলক': পুরো মাস ছুটির দাবিতে হাইকোর্টে রিট ◈ কলাবাগানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি: দুই যুবক ঢামেকে ভর্তি

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ০১:৩৭ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৩, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সঙ্গে নেই ঐশ্বরিয়া, প্রশ্নের মুখে অভিষেক

ঐশ্বরিয়া- অভিষেক

শিমুল চৌধুরী ধ্রুব: আইফা-২০২৩-এর উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চন ও ভিকি কৌশলকে। এজন্য ইতোমধ্যে দুবাই পৌঁছেছেন তারা। তবে অভিষেক বচ্চনের সঙ্গে যাননি স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্যা। আর এতেই প্রশ্নের মুকে পড়েছেন অভিষেক। হিন্দুস্থান টাইমস

জানা গেছে, ঐশ্বরিয়া ও আরাধ্যা মুম্বইতেই রয়েছেন। কেন তারা অভিষেকের সঙ্গে দুবাই জাননি এমন প্রশ্ন ওঠে আইফা’র পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে। জবাবে অভিষেক বলেন, ‘আরাধ্যার স্কুল চলছে। আর সে কারণেই এবার ঐশ্বরিয়া অনুষ্ঠানে থাকতে পারবেন না।’ এদিকে কিছুদিন আগেই ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার সঙ্গে পৌঁছেছিলেন আরাধ্যাও। তখন তাদের সঙ্গে সেখানে যাননি অভিষেক। বলিউড হাঙ্গামা

অভিষেক, ভিকি ছাড়াও আইফা অ্যাওয়ার্ডে যোগ দিতে দুবাই পৌঁছেছেন বলিউড সুপারস্টার সালমান খান। অনুষ্ঠানে জ্যাকুলিন ফার্নান্দেজ, বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যাননের সঙ্গে পারফর্ম করবেন তিনি। এছাড়া, নোরা ফাতেহি, রাকুল প্রীত সিংও এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করবেন। টাইমস অব ইন্ডিয়া

এ বছর, ভারতীয় সিনেমায় কৃতিত্বের-এর জন্য কমল হাসানকে সংবর্ধিত করা হবে। অন্যদিকে, আইফা ২০২৩-এ রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া দেশমুখও ‘আঞ্চলিক সিনেমায় অসামান্য কৃতিত্বের’ জন্য সম্মানিত হতে চলেছেন। সম্মানিত হতে চলেছেন সেলেব্রিটি ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাও। আইফা’র অফিসিয়াল ওয়েবসাইট  
সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এসএইচডি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়