শিরোনাম

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০১:০৩ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৩, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুকার পুরস্কার পেলেন বুলগেরিয়ার লেখক ও অনুবাদক

সাজ্জাদুল ইসলাম: আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতলেন বুলগেরিয়ার লেখক জর্জি গোসপোদিনভ ও অনুবাদক অ্যাঞ্জেলা রোদেল। গত মঙ্গলবার এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। টাইম শেল্টার উপন্যাসের জন্য তারা এ পুরস্কার পেলেন। গার্ডিয়ান

এই প্রথম বুলগেরিয়ার কেউ বুকার পুরস্কার পেলেন। টাইম শেল্টার বইটি ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। পুরস্কারের ৫০ হাজার পাউন্ড (৬২ হাজার ডলার) লেখক ও অনুবাদক সমানভাবে পাবেন। 

পরীক্ষামূলক আলঝেইমার রোগের চিকিৎসা প্রদান করে এমন একটি ক্লিনিককে কেন্দ্র করে উপন্যাসটি লেখা হয়েছে। যেখানে স্মৃতিভ্রম হওয়া ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়। টাইম শেল্টার হল গোসপেদিনভের ইংরেজিতে অনুদিত চতুর্থ গ্রন্থ। সম্পাদনা: রাশিদ 

এসআই/আরআর/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়