শিরোনাম
◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি ◈ লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ: সন্দেহভাজন হামলাকারীর প্রথম চিত্র প্রকাশ ◈ হাসিনার ন্যায়বিচার নিয়ে ‘শঙ্কা’, জাতিসংঘে ২ ব্রিটিশ আইনজীবীর ‘জরুরি আবেদন’ ◈ লালকেল্লা বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে সর্বোচ্চ ভারতের সতর্কতা জারি ◈ বিশ্বকাপের নিয়মে একাধিক বদল আনতে চাইছে ফিফা ◈ সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ ◈ আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে 

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ১০:০৯ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন নিয়ে যা জানা গেলো

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন, এমন এক গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এরপর সানি দেওলের টিম একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে তার মৃত্যুর খবর পুরোপুরি গুজব।

বিবৃতিতে বলা হয়েছে, ‘জনাব ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। পরবর্তীতে তার অবস্থা সম্পর্কে আপডেট জানানো হবে। তার স্বাস্থ্য নিয়ে মিথ্যা গুজব না ছড়ানোর অনুরোধ করছি। সবাইকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করতে ও পরিবারের গোপনীয়তাকে সম্মান জানাতে অনুরোধ করা হচ্ছে।’

বিবৃতিটি স্বাক্ষর করেছে ‘টিম সানি দেওল’।

৮৯ বছর বয়সী এই অভিনেতা সম্প্রতি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তিনি হাসপাতালে ভর্তি হন নিয়মিত কিছু স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য। পরিবারের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, ‘তিনি বয়স্ক, তাই চিকিৎসকদের কাছ থেকে পুরোপুরি মনোযোগ পাওয়ার জন্যই হাসপাতালে রাখা হয়েছে। উদ্বেগের কিছু নেই।’

ধর্মেন্দ্রর স্ত্রী এবং অভিনেত্রী হেমা মালিনী জানিয়েছেন, ‘আমরা তার দ্রুত সুস্থতার আশায় আছি।’ তাকে শনিবার হাসপাতালে দেখা গেছে। ধর্মেন্দ্রর ছেলে সানি দেওলও সেখানে পৌঁছান।

এদিকে, অভিনেতার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় শাহরুখ খান ও সালমান খানও হাসপাতালে গিয়ে তাকে দেখতে যান।

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়