শিরোনাম
◈ আরও সাড়ে তিন মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ◈ ঢাকা-৯ আসনে বিএনপির ফাঁকা আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির ডা. তাসনিম জারা ◈ সরকারকে সতর্ক করল বিএনপি: জুলাই জাতীয় সনদের লিখিত বিষয়ের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় ◈ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর ◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি ◈ লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ: সন্দেহভাজন হামলাকারীর প্রথম চিত্র প্রকাশ ◈ হাসিনার ন্যায়বিচার নিয়ে ‘শঙ্কা’, জাতিসংঘে ২ ব্রিটিশ আইনজীবীর ‘জরুরি আবেদন’

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ১২:৪২ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ  

ডেস্ক রি‌পোর্ট : চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনে যাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, যারা পাড়া-মহল্লায় চাঁদাবাজিতে জড়িত, তাদের সঙ্গে কোনো অবস্থাতেই জোট করে নির্বাচন করা যাবে না।

সোমবার রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি অনেক কষ্ট করে দলটিকে টিকিয়ে রেখেছে, কিন্তু তাদের অনেক নেতাকর্মী এখন নিজের দলের নেতাদের দ্বারাই কোনঠাসা। তারা অনেক সময় আমাদের কাছে এসে বলে, ‘তোমরাই দেশটাকে সঠিক পথে নাও, আমাদের দলটা ছিনতাই হয়ে গেছে।’ আমরা রক্ত ও ঘাম দিয়ে মানুষের ভোটের অধিকার ও স্বাধীনতার জন্য আন্দোলন করেছি।

তিনি বলেন, বিএনপির মধ্যে এখনো অনেক ভালো মানুষ আছেন, যারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন। জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসীরা কখনো চাঁদাবাজ হতে পারেন না। আমরা চাই, সেই সৎ ও দেশপ্রেমী মানুষদের আমাদের দলে নিতে।

নিজ দল নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, অনেকে এখন চায়ের দোকানে বসে মশকরা করে বলে, ‘এনসিপি করেন, ভোটের পর আর খবর থাকবে না।’ আমি তাদের বলতে চাই, ভালো কাজ সব সময়ই অল্প সংখ্যক মানুষের মাধ্যমেই শুরু হয়। সংখ্যাগরিষ্ঠ মানেই কল্যাণকামী নয়—এ ধারণা ভুল। যারা শেখ হাসিনার সময় সংগ্রাম করেছে, তারাও সংখ্যায় কম ছিল, কিন্তু তারা ইতিহাসে জায়গা করে নিয়েছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অনেকেই কোরাম নিয়ে ব্যস্ত। আজকের উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে, জেলার আট উপজেলার মধ্যে প্রয়োজনীয় প্রতিনিধির উপস্থিতি হয়নি। তাহলে কাজ করবেন কিভাবে? কোরাম করা লোকের প্রয়োজন নেই, ভালো দশজন কর্মী দিয়েই এনসিপির শক্তিশালী কমিটি গঠন করা হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা মনে করছি সুষ্ঠু নির্বাচন হবে। তবে অনেকেই ব্যালট নয়, বুলেটের পথে হাঁটছেন। তারা ভাবছেন ভয় দেখিয়ে মানুষকে ফ্যাসিবাদী শাসনের দিকে নিয়ে যাওয়া যাবে। 

ইতোমধ্যে এনসিপির বিষয়ে ভয়ভীতিমূলক প্রচারণা চলছে। জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই—যারা ভয় পায়, তারাই জনগণকে ভয় দেখায়; আর যারা ভয় দেখায়, তারা নিজেরাই সর্বনাশের দ্বারপ্রান্তে থাকে। সাহসী মানুষ কখনো ভয় দেখায় না, বরং মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করে।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম। সঞ্চালনা করেন জেলা জাতীয় ছাত্রশক্তি নেতা মো. সাগর হোসেন। 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আরিফ তালুকদার, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নাওরোজ শাহ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম এবং কেন্দ্রীয় সদস্য মো. সাইফুল ইসলাম।

সভায় বক্তারা দলীয় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়