শিরোনাম
◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি ◈ লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ: সন্দেহভাজন হামলাকারীর প্রথম চিত্র প্রকাশ ◈ হাসিনার ন্যায়বিচার নিয়ে ‘শঙ্কা’, জাতিসংঘে ২ ব্রিটিশ আইনজীবীর ‘জরুরি আবেদন’ ◈ লালকেল্লা বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে সর্বোচ্চ ভারতের সতর্কতা জারি ◈ বিশ্বকাপের নিয়মে একাধিক বদল আনতে চাইছে ফিফা ◈ সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ ◈ আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে 

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আচমকাই বা‌র্সেলোনার ক্যাম্প ন্যুতে হাজির লিও‌নেল মেসি

স্পোর্টস ডেস্ক : আচমকাই বার্সেলোনার মাঠে হাজির লিওনেল মেসি। জোড়া গোল করে ইন্টার মায়ামিকে এমএলএস কাপের প্লে–অফে তোলার পরের দিনই আচমকা বার্সেলোনার ঘরের মাঠে হাজির হলেন লিওনেল মেসি। 

নতুন করে তৈরি হওয়া ক্যাম্প ন্যুতে তাঁকে দেখা গিয়েছে। সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বার্সেলোনায় ফেরার জল্পনা বাড়িয়ে দিলেন মেসি।

সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি দিয়েছেন মেসি। সেখানে তাঁকে ফাঁকা স্টেডিয়ামের ঘাসে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। আবার দু’টি ছবিতে তিনি বাইরের রাস্তায় দাঁড়িয়ে তাকিয়ে রয়েছেন স্টেডিয়ামের দিকে।

মেসি লিখেছেন, গত রাতে আমি এমন একটা জায়গায় ফিরেছিলাম যেটাকে আমি হৃদয় দিয়ে মিস করি। একটা জায়গা যেখানে আমি প্রচণ্ড খুশি ছিলাম। যেখানে আপনারা হাজার বার মনে করিয়ে দিয়েছেন যে আমি বিশ্বের সুখীতম মানুষ। আশা করি একদিন আমি ফিরতে পারব। খেলোয়াড় হিসাবে বিদায় জানাতে নয়। কারণ আমি সেটা কোনও দিন চাইনি।

 দীর্ঘদিন ধরে কাজ চলছে ক্যাম্প ন্যুতে। নতুন করে তৈরি হওয়া স্টেডিয়াম সম্পূর্ণ হওয়ার সময়সীমা পিছিয়ে গিয়েছে বার বার। আর্থিক এবং প্রশাসনিক জটিলতা রয়েছে। তবে গত সপ্তাহে প্রথম বার এই মাঠে অনুশীলন করে বার্সেলোনা দল। ২৩ হাজার সমর্থক হাজির হয়েছিলেন। আন্তর্জাতিক বিরতির পর অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে ক্যাম্প ন্যুতে প্রথম বার খেলবে বার্সেলোনা। স্টেডিয়াম সম্পূর্ণ হয়ে গেলে হয়তো মেসিকে সম্মান জানানো হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়