শিরোনাম
◈ আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে  ◈ আজ পল্টনে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দলের গণসমাবেশ ◈ রাজধানীতে মধ্যরাতে ৩ বাসে আগুন, পুড়েছে প্রাইভেটকারও ◈ পঞ্চগড়ে শুরু শীতের আমেজ, তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৯:১৮ সকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানি পেসার নাসিম শাহের বাড়িতে বন্দুকধারীদের হামলা, তদন্তে পুলিশ

রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার ঠিক আগে দলটির তারকা ফাস্ট বোলার নাসিম শাহের বাসায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা করেছে।

সোমবার (১০ নভেম্বর) সকালের দিকে লোয়ার দির জেলায় নাসিমের পারিবারিক বাসার গেট লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এখন পর্যন্ত এই হামলায় কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে এই ঘটনা পাকিস্তানের ড্রেসিংরুমে উদ্বেগ তৈরি করেছে।

নাসিমের বাড়ির গেইট লক্ষ করে দুর্বৃত্তরা গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার পর পুলিশ এই ব্যাপারে তদন্ত শুরু করেছে। হামলার সময় নাসিমের পরিবারের কেউ বাসায় ছিলেন কি না, তা জানা যায়নি। তবে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম ডন জানিয়েছে, নাসিমের বাবা একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন এবং ওই কর্মকর্তা দুর্বৃত্তদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের ব্যাপারে তাকে আশ্বস্ত করেছেন।

ক্রিকইনফো জানিয়েছে, এই ঘটনা নাসিমের সিরিজ পরিকল্পনা কিংবা সূচিতে কোনো প্রভাব ফেলেনি এবং ফাস্ট বোলার দলের সঙ্গেই আছেন। তিনি পুরো সিরিজে অংশ নেবেন।

পাকিস্তান ও শ্রীলঙ্কা আজ রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলবে। এরপর দুই দল জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে। নাসিম শাহ দুটি স্কোয়াডেই আছেন।

সূত্র: ডন, ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়