শিরোনাম
◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি ◈ লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ: সন্দেহভাজন হামলাকারীর প্রথম চিত্র প্রকাশ ◈ হাসিনার ন্যায়বিচার নিয়ে ‘শঙ্কা’, জাতিসংঘে ২ ব্রিটিশ আইনজীবীর ‘জরুরি আবেদন’ ◈ লালকেল্লা বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে সর্বোচ্চ ভারতের সতর্কতা জারি ◈ বিশ্বকাপের নিয়মে একাধিক বদল আনতে চাইছে ফিফা ◈ সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ ◈ আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে 

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ১১:২৩ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপের নিয়মে একাধিক বদল আনতে চাইছে ফিফা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ  ফুটবলের নিয়মে আমূল বদল আনতে চলেছে ফিফা। শেষ পর্যন্ত বদল যদি ঘটে, তাহলে সুবিধা পাবে ইতালি। তবে তার জন্য যোগ্যতা অর্জন করতে হবে চার বারের বিশ্বকাপজয়ীদের। গত দু’টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি তারা।

বিশ্বকাপের গ্রুপ বাছাইয়ের নিয়মে বদলে আনতে চলেছে তারা। প্লে–অফ খেলে ইতালি যদি ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে তাদের কঠিন দলের সামনে পড়তে হবে না। আগের নিয়ম অনুযায়ী প্লে–অফ খেলে যারা যোগ্যতা অর্জন করে, তাদের বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়তে হয়।

এই মুহূর্তে জেনারো গাটুসোর দল যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ আই–তে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা নরওয়ের থেকে তিন পয়েন্ট পিছনে। বাকি আর দু’টি ম্যাচ। গ্রুপের শীর্ষে থাকা দল সরাসরি বিশ্বকাপ খেলবে। দ্বিতীয় স্থানাধিকারী দলকে প্লে–অফ খেলতে হবে। 

গত দু’বার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্লে–অফে হেরে গিয়েছিল ইতালি। সেই নিয়মে বদল হয়নি। অর্থাৎ এবারও তাদের বিশ্বকাপে খেলতে গেলে প্লে–অফে জিততে হবে।

বদল হয়েছে গ্রুপ বাছাইয়ের নিয়মে। সাধারণত প্লে–অফে জিতে যে দেশগুলি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে, তাদের চার নম্বর পাত্রে রাখা হয়। বিশ্বের শক্তিশালী দেশগুলি থাকে এক, দুই এবং তিন নম্বর পাত্রে। তাই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলেও ইতালিকে খেলতে হতে পারে শক্তিশালী দলের বিরুদ্ধে।

জানা গেছে, এই নিয়মই বদলাতে চাইছে ফিফা। ইতালির একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফিফার ‌র‌্যাঙ্কিং অনুযায়ী চারটি পাত্রে দলগুলিকে সাজানো থাকবে। 

সেটাই যদি হয় তাহলে ইতালির প্রথম পাত্রে থাকা কার্যত নিশ্চিত। যতই তারা প্লে–অফের মাধ্যমে বিশ্বকাপে খেলার সুযোগ পাক, এই মুহূর্তে ক্রমতালিকায় রয়েছে ৯ নম্বরে। সাধারণত প্রথম দশে থাকা দলগুলি প্রথম পাত্রে থাকে। ফলে ইতালিকেও প্রথম পাত্রে রাখা হবে। এর ফলে গ্রুপ পর্বে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্সের মতো কঠিন দেশের বিরুদ্ধে খেলতে হবে না ইতালিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়