বিভিন্ন দেশের একাধিক চলচিত্র উৎসবে প্রশংসিত ‘কাঠগোলাপ’ সিনেমাটির প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। গত বুধবার (২৩ অক্টোবর) এক প্রজ্ঞাপনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ তথ্য জানায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩–এর ১২(১) উপধারা লঙ্ঘন করে আপিল আবেদন করায় তা নাকচ করা হয়েছে।’
সেই সঙ্গে চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রজ্ঞাপনে হুঁশিয়ার করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আখতার।
ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্ট প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাজ্জাদ খান। ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেন প্রযোজক ফরমান আলী। প্রায় দুই বছর ধরে ছাড়পত্র না পাওয়ায় পরবর্তীতে আপিল আবেদন করেন তিনি ।
তবে প্রজ্ঞাপনে সিনেমা নিষিদ্ধের কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। সেখানে শুধু বলা হয়, সিনেমাটি সার্টিফিকেশনবিহীন বিবেচিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘কাঠগোলাপ’-এ তিনটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, কেয়া ও মেঘলা মুক্তা। সিনেমায় এক গৃহিণী, এক কর্পোরেট কর্মজীবী ও এক শিক্ষকের জীবনের গল্প একসূত্রে বোনা হয়েছে। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল।
এছাড়া অভিনয় করেছেন রাশেদ অপু, এ কে আজাদ, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু ও সুজন হাবিব।
সিনেমাটি মুক্তির আগে থেকেই নারীর সামাজিক অবস্থান ও মানসিক জটিলতা নিয়ে সাহসী উপস্থাপনার কারণে আলোচনায় ছিল।