শিরোনাম
◈ জাপা নিষিদ্ধের পক্ষে জামায়াত এনসিপি, রাজি নয় বিএনপি ◈ খালেদা জিয়াকে সাজা দেওয়া সেই বিচারপতির পদত্যাগ ◈ ঢাকা-ইসলামাবাদের সম্পর্ক পুনর্গঠনে সতর্ক দৃষ্টিতে ভারত ◈ দে‌শের ক্রিকেট সাম‌নে এ‌গি‌য়ে নি‌তে সবাইকে ক্ষুধার্ত হতে হবে পারফর্ম করার জন্য : পাইলট ◈ জয় পে‌লো না বা‌র্সেলোনা, ভ্যালেকানোর সঙ্গে ড্র ক‌রেই মাঠ ছাড়‌লো  ◈ স্বপ্নভঙ্গের পর শুরু হয় হাতাহাতি, কথা কাটাকাটি, মাঠে ধাক্কাধাক্কির ঘটনায় জড়াল মেসির মিয়ামি! ◈ স্পনসর ‌ড্রিম-১১ হারিয়ে ঝা‌মেলায় ভারতীয় বোর্ড! নতুন চুক্তিতে আরও লাভের আশায় বিসিসিআই ◈ ই‌ডেন গা‌র্ডেন্সে নয়, লিও‌নেল মে‌সি আস‌ছেন কলকাতার যুবভারতী স্টে‌ডিয়া‌মে  ◈ হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ ◈ ফোর্বসের তালিকায় এশিয়ায় শীর্ষ ১০০ স্টার্টআপে বাংলাদেশের পাঠাও ও সম্ভব

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৫, ০১:০২ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রয়োজন না থাকলেও চুমু খেতে হত, ছোট পোশাক পরতে বাধ্য করত: অভিনেত্রী জেরিন খান

বলিউডে কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী জেরিন খান। ‘আকসার ২’ সিনেমার শুটিংয়ের সময় অপ্রয়োজনীয় চুমুর দৃশ্য করতে এবং খোলামেলা পোশাক পরতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি।

সম্প্রতি হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

জেরিন খান বলেন, “যখন ‘আকসার ২’ সিনেমার গল্প প্রথম শুনেছিলাম, তখন ভেবেছিলাম এটি হিট সিনেমার সিক্যুয়েল। পরিচালক অনন্ত মহাদেবনকে জিজ্ঞাসা করেছিলাম, কোনও ঘনিষ্ঠ দৃশ্য আছে কি না। তখন তিনি বলেছিলেন, না, এমন কিছু থাকবে না। কিন্তু শুটিং শুরু হলে প্রতিদিনই নতুন করে কোনও না কোনও ঘনিষ্ঠ দৃশ্য ঢোকানো হতো। কোথাও কিছু একটা হচ্ছে বলে মনে হচ্ছিল।”

অভিনেত্রী আরও বলেন, প্রজেক্ট শুরুর আগে আমাকে এসব কিছু জানানো হয়নি। প্রতিদিন শুটিং ফ্লোরে গিয়ে নতুন নতুন চমক পেতাম। যেখানে প্রয়োজন ছিল না, সেখানেও চুমুর দৃশ্য রাখতে বলা হতো। খোলামেলা পোশাক পরতে বাধ্য করা হতো। হঠাৎ করেই তারা অদ্ভুত আচরণ শুরু করেছিল আমার সঙ্গে।”

পরিচালক অনন্ত মহাদেবন সম্পর্কে জেরিন বলেন, “তিনি প্রযোজকদের কিছু বলতে পারতেন না। উল্টো প্রযোজকদের কাছে গিয়ে আমার বিরুদ্ধে কথা বলতেন। আবার আমার কাছে এসে বলতেন, প্রযোজকরা চাপ দিচ্ছে। শেষ পর্যন্ত সব দোষ আমার ওপরই পড়ল।”

‘বীর’, ‘হেট স্টোরি ৩’, ‘আকসার ২’-এর মতো সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের জায়গা করে নিলেও কাজের আড়ালে অভিনেত্রীকে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে, যা নিয়ে অনেক বছর পর হলেও মুখ খুললেন জেরিন খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়