দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি কাজ করেছেন বিজ্ঞাপনেও। তবে, তাকে কোনো সিনেমায় দেখা যায়নি। অবশেষে দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি নাম লেখালেন বড় পর্দায়। প্রভা অভিনয় করছেন সরকারি অনুদানের দুই সিনেমায়।
একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’, অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয়েছে প্রভার। এর আগে কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত সেগুলো ফিরিয়ে দিয়েছিলেন প্রভা। তবে, এবার সরকারি অনুদানপ্রাপ্ত ‘দেনা পাওনা’ দিয়েই হচ্ছে তার রুপালি পর্দায় অভিষেক। সম্প্রতি রাজধানীর অদূরে সিনেমাটির শুটিংয়ে অংশ নেন প্রভা।
এতে তার বিপরীতে অভিনয় করছেন ইমন। গল্পে প্রভা অভিনয় করছেন গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিরুপমার ভূমিকায়। প্রভা বলেন, এর আগেও চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। এমনও হয়েছে, সবকিছু চূড়ান্ত হওয়ার পর শুটিংয়ের আগের দিন বাদ পড়েছি এবং পারিবারিক কারণেও করতে পারিনি। অনেকদিন আগেই এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি। এবার শুটিং শুরু করলাম।