শিরোনাম
◈ প্রকাশ্যে নৃশংস খুনের বৃদ্ধিতে জনমনে আতঙ্ক: রাজনৈতিক অস্থিরতা ও আন্ডারওয়ার্ল্ডের দাপটে বাড়ছে টার্গেট কিলিং ◈ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে জল্পনা কল্পনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দে‌শের রাজনীতিতে কী প্রভাব ফেলবে? ◈ ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা, শৃঙ্খলা–ঐক্য থাকলে সবই সম্ভব: তারেক রহমান ◈ সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ ◈ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক আলী রীয়াজ ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস, হামা‌সের প্রত‌্যাখান ◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাবর আজম‌কে নি‌য়ে সমা‌লোচনাকারী র‌মিজ রাজা এখন প্রশংসায় পঞ্চমুখ

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচের ৪৯তম ওভারের প্রথম বলের সময় বাবর আজমের রান ছিল মাত্র ১। দক্ষিণ আফ্রিকার স্পিনার সেনুরান মুথুসামির বলে ক্যাচ আউটের আবেদন মেনে তাঁকে আউট ঘোষণা করেন আম্পায়ার। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন বাবর। ঠিক তখনই ধারাভাষ্য দিতে দিতে রমিজ রাজা বলে বসেন, এই আউট, এখন নাটক করবে।

তার কিছু দিন আগে দলের বাইরে থাকলেও বাবরের সমালোচনা করেন রমিজ। তবে সম্প্রতি আবার ছন্দে ফিরেছেন বাবর। সেই সঙ্গে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পিসিবি চেয়ারম্যান রমিজও বড় ইউ-টার্ন নিয়েছেন। 

সম্প্রতি তারকা বাবরকে ব্যাটিংয়ের প্রশংসায় ভাসিয়েছেন। গত কয়েক বছরের তীব্র সমালোচনার মাঝেও বাবরের ধৈর্য ও মানসিক শক্তি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

রমিজ রাজা বলেন, বাবর সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজে ৮০৭ দিন ও ৮৩ ইনিংসের পর আন্তর্জাতিক ক্রিকেটে শতক করেছেন। এটি তাঁর ছন্দে ফেরার রূপ হিসেবে দেখা হচ্ছে।

রমিজ নিজের ইউটিউব চ্যানেলে জানান, তিনি সম্প্রতি বাবরের সঙ্গে একটি ক্যাফেতে দেখা করেন, যেখানে বাবর ব্যক্তিগতভাবে তাঁর সমালোচনার ভিড়ের চাপ এবং দলের জায়গা নিয়ে মন্তব্য নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন। রমিজ বাবরকে পরামর্শ দেন। 

আপনার খেলার দিকে মনোযোগ দিন, বাইরের কথায় প্রভাবিত হবেন না। কেবল মাঠে পারফর্ম করতে হবে। রমিজ বলেন, বাবর তার শ্রদ্ধাশীল আচরণ ও ধৈর্য ধরে রেখেছেন, যেখানে মিডিয়া ও ভক্তদের চাপ থাকলেও তিনি কখনো মুখোমুখি বিবাদে জড়াননি। তার খেলার ধরন এবং শৈলী বিশ্ব ক্রিকেটে দেখার মতো।

রমিজ উল্লেখ করেন, বাবরের ব্যাটিং স্টাইল এমন, প্রতিরোধের সময়ও দেখা মজা লাগে। তাঁর স্ট্রাইক রেট নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, বরং লম্বা সময় ব্যাটিং করাই গুরুত্বপূর্ণ।

রমিজ অবশ্য বাবরের শুধু সমালোচনাই করেন না, বরং আস্থাও রাখেন বেমি। তাঁর সমর্থন দেখা যায় ২০২১ সালে তিন ফরম্যাটেই বাবরের অধিনায়ক হওয়ার সময়। চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার পরেও তিনি বাবরের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়