শিরোনাম
◈ জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে অবগত নই: আইন উপদেষ্টা ◈ ডাকসু নির্বাচন স্থগিত ◈ পুতুলের সাড়ে ৪০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে ◈ আর্সেনালের বিরু‌দ্ধে  লিভারপু‌লের ক‌ষ্টের জয় ◈ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ ◈ সাংবাদিকের লাশ মিলল রূপসা সেতুর নিচে, স্ত্রী নিখোঁজ ◈ #TrumpIsDead গুজব উড়িয়ে ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়া: “জীবনের সেরা সময় কাটাচ্ছি” ◈ বাংলাদেশের ওপর দিয়ে যে মারাত্মক ঝড় বয়ে যাচ্ছে এতে অর্থনীতি-রাজনীতি-সমাজ সবকিছু বিপর্যস্ত: দেবপ্রিয় ভট্টাচার্য ◈ আগামীকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে আরও সাতটি দলের বৈঠক ◈ শি’র পছন্দের ‘হংকি’ গাড়িতে সফর করবেন মোদি, নতুন মাত্রায় দিল্লি-বেইজিং সম্পর্ক

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৯ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে শান্তির জন্য হিন্দু-মুসলিম ঐক্য অপরিহার্য : আরশাদ মাদানি

ভারতের বরেণ্য আলেম ও দেশটির স্বাধীনতায় অবদান রাখা মুসলমানদের প্রাচীন প্লাটফর্ম জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি বলেছেন, ভারতের উন্নয়ন ও শান্তির জন্য হিন্দু-মুসলিম ঐক্য অপরিহার্য। সাম্প্রদায়িকতা দেশকে শুধু পিছিয়েই দেয়।

রোববার (৩১ আগস্ট) দিল্লিতে জমিয়তে উলামায়ে হিন্দের দিল্লি শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাওলানা মাদানি এ সময় ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিশেষ করে আসামের মুখ্যমন্ত্রীর সাম্প্রদায়িক মনোভাবের কড়া সমালোচনা করেন।

দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন বর্ষীয়ান এই আলেম বলেন, আসামের মুসলমানদের ওপর নানা রকম নিপীড়ন চলছে—কখনো নাগরিকত্ব বাতিলের চেষ্টা, আবার কখনো বুলডোজার দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়া হচ্ছে। এসব অন্যায়ের বিরুদ্ধে জমিয়ত আইনি লড়াই চালাচ্ছে এবং ইতোমধ্যেই কিছু ক্ষেত্রে সফলতাও এসেছে।

গুরুত্বারোপ করে তিনি বলেন, ভারতের মুসলমানরা বাইরের কেউ নয়, এ দেশেরই সন্তান। তাদের পূর্বপুরুষরাই এখানকার এবং এখানেই ইসলাম গ্রহণ করেছেন।

দিল্লির সভায় সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ মুসলিম কাসেমী এবং পরিচালনা করেন মুফতি আবদুর রাজ্জাক মাজাহেরী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। এতে দিল্লির বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক আলেম, ইমাম, মাদরাসা প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন। সভা শেষ হয় মাওলানা মাদানির বিশেষ দোয়ার মাধ্যমে।

উল্লেখ্য, জমিয়তে উলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরোনো প্লাটফর্ম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে এ সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দলটির ব্যাপক অবদান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়