শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৩৫ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যারিয়ার ফ্লপ হলেও বর্তমানে ১২৪ কোটির মালিক এই অভিনেত্রী

মাত্রই নাম কুড়াতে শুরু করেছিলেন গ্ল্যামার জগতে। তবে এরই মাঝে প্রেমে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রীর। ব্যস, পরিবারের অমতে বিয়ে। অভিনেত্রী থেকে এক ধাক্কায় ক্যারিয়ার ধ্বংস।

জেডিএস নেতা তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনেও ঘোর সঙ্কট নেমে আসে। রাজ্যবাসী মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জীবনের চেয়ে তার ব্যক্তিজীবন নিয়ে কাটাছেঁড়া শুরু করেন।

বলছিলাম কন্নড় অভিনেত্রী এবং প্রযোজক রাধিকা কুমারস্বামী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর কথাই হচ্ছে। ২০০৬ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীকে বিয়ে করেন রাধিকা।

এই নিয়ে শোরগোল পড়ে যায় গোটা কর্ণাটকে। শুধু রাজনৈতিক বা চলচ্চিত্র জগৎ নয়, সাধারণ মানুষের মুখে মুখে ঘুরত এই বিয়ের কথা। তবে বিতর্কের সেই অধ্যায় কাটিয়ে এখন সফল রাধিকা। সিনেমায় অভিনয় ছেড়ে দিয়েও ১২৪ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি।

২০০২ সালে কন্নড় চলচ্চিত্র ‘নীলা মেঘা শামা’ রাধিকাকে লাইমলাইটে এনে দেয়। তাঁর প্রথম সিনেমা ‘নীনাগাগি’। সেই সময় রাধিকার বয়স ছিল ১৪ বছর। নবম শ্রেণীতে পড়তে পড়তেই রুপোলি পর্দায় পা রাখেন। প্রায় ৩০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন।

কিন্তু সেই মতো সাফল্য পাননি রাধিকা। অভিনয়ে দাঁড়ি টেনে ২০১২ সালে প্রযোজনা শুরু করেন। তার প্রযোজিত প্রথম কন্নড় সিনেমা ‘লাকি’।

এই সময়ই সামনে আসে রাধিকার ব্যক্তিজীবন। জানা যায়, ২০০৬ সালে গোপনে এইচ ডি কুমারস্বামীকে বিয়ে করেন রাধিকা। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। ২০১০ সালে রাধিকা নিজেই তাঁদের গোপন বিয়ের কথা প্রকাশ্যে জানান। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বিয়ের সময় কুমারস্বামীর বয়স ছিল ৪৭ বছর। রাধিকা তাঁর থেকে ২৭ বছরের ছোট।

যদিও এটা কুমারস্বামীর দ্বিতীয় বিয়ে। তার প্রথম বিয়ে হয়েছিল ১৯৮৬ সালে। জানা যায়, এটা রাধিকারও দ্বিতীয় বিয়ে। ২০০০ সালে রতন নামে একজনকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। জানা যায়, মেয়ে কুমারস্বামীকে বিয়ে করুক, রাধিকার বাবা চাননি। কিন্তু পরিবারের অমতে গিয়েই দুজনে বিয়ে করেন। বেশ কয়েক বছর বিয়ের কথা গোপনও রেখেছিলেন। কিন্তু জানাজানি হওয়ার পর সবচেয়ে অবাক হন রাধিকার বাবা।

অনেকেই জানেন না, ৩৬ বছর বয়সী রাধিকা অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার তৈরি করতে না পারলেও ব্যবসার জগতে অত্যন্ত পরিচিত নাম। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রাধিকার ১২৪ কোটি টাকার সম্পত্তি রয়েছে। অন্য দিকে, কুমারস্বামী মাত্র ৪৪ কোটি টাকার মালিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়