শিরোনাম
◈ 'এখনই তত্ত্বাবধায়ক' দাবি থেকে কেন সরে এলো বিএনপি ও জামায়াত? ◈ ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতাও ◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প ◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০৬:০৩ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যন্ত্র নয়, পেছনে যারা থাকে তারাই দুষ্কর্ম করে: ইসি রাশেদা 

ইসি রাশেদা 

এম এম লিংকন, মোস্তাফিজার বাবলু : যন্ত্র কখনো খারাপ হয়না, যন্ত্রের পেছনে যারা থাকেন তারাই দুষ্কর্ম করে মন্তব্য করে নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, ইভিএম এ কোন ত্রুটি নাই যন্ত্রের ভিতরে ম্যানুপুলেট করার কোন সুযোগও নাই। এটা নিশ্চিত হয়েই প্রায় দেড়শ আসনে জাতীয় নির্বাচন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুষ্কর্মকে প্রশ্রয় দেয়া হবেনা উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, রংপুর সিটি নির্বাচনে ভোটারদের কেন্দ্রে আসতে কেউ বাধা দেয়ার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করবে। এরপরও যদি ভোটে বাধা প্রদানের বিষয়ে অভিযোগ পাওয়া যায় ভোটের পরে হলেও তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুরের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম শাহাতাব উদ্দিন,সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন প্রমূখ।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী এই সিটিতে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। ১লা ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৮ ডিসেম্বর প্রত্যাহারের শেষ তারিখ। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৯ ডিসেম্বর। ২৭ডিসেম্বর ২শ' ৩টি ভোট কেন্দ্রের ১৩শ' ৭টি কক্ষে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা

ভোটগ্রহণ করা হবে ইভিএম মেশিনে। গোপন কক্ষ ছাড়া সিসিটিভির আওতায় থাকবে ভোটকেন্দ্র। নির্বাচন কমিশনকে আস্তার জায়গায় নিয়ে আসতে সব ধরনের কাজ করা হচ্ছে বলে জানান ইসি রাশেদা সুলতানা।

এমএল/প্রতিনিধি/এএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়