শিরোনাম
◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ নির্বাচনকে সামনে রেখে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৬:৫৮ বিকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৬:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইবি প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের নির্বাচন ৪ ডিসেম্বর 

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের ২০২২ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে । এ দিন বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনের দ্বিতীয় তলায় সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বুধবার উক্ত নির্বাচনের আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. দেবাশীষ শর্মা এ তথ্য জানিয়েছেন। 

জানা যায়, গত ২৭ নভেম্বর নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী শিক্ষকদের মনোনয়নপত্র সংগ্রহ করতে বলা হয়। এরপর ২৮ নভেম্বর মনোনয়নপত্র গ্রহণ করা হয়। পরে ২৯ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আগামী ৪ ডিসেম্বর ভোটগ্রহণ ও গণনা শেষে ঐ দিনই ফল প্রকাশ করা হবে। এছাড়া নির্বাচন পরবর্তী সময়ে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ১৫ প্রতিনিধির মধ্য থেকে আলোচনা সাপেক্ষে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ১৫টি পদ বণ্টন করে কমিটি ঘোষণা করা হবে। 

প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. দেবাশীষ শর্মা বলেন, আমরা নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য  প্রয়োজনীয় সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। বিধি অনুযায়ী নির্বাচন পরিচালনা করা হবে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়