শিরোনাম
◈ দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, অবাধ নির্বাচনের মাধ্যমেই সমাধান সম্ভব: তারেক রহমান ◈ মালয়েশিয়ায় জাল ই-ভিসা সিন্ডিকেটে জড়িত অভিযোগে বাংলাদেশি নারী আটক ◈ বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর রাজনীতি উত্তাপ: অনেক প্রশ্ন, উত্তর নেই ◈ আগস্টে রেমিটেন্স এলো ২২২ কোটি ৯০ লাখ ডলার ◈ কুমিল্লায় পারিবারিক দ্বন্দ্বে মা–বোনকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে শাহিন আটক ◈ কাউকে দ্রুত স্টার বানাবেন না, তা‌তে খেলা নষ্ট হয়: ‌কোচ সালাহউদ্দিন ◈ ৯০ দিন পর খুলছে সুন্দরবন, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে জেগে উঠছে পর্যটন ও মৎস্যজীবী জীবন ◈ জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে দু-একটি দল : জামায়াতে ইসলামী ◈ ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, ককটেল বি.স্ফোরণ (ভিডিও)

প্রকাশিত : ১৫ জুন, ২০২৫, ০২:০৮ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেসরকারি শিক্ষক নিয়োগ: আসছে বছরের সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি

দেশের বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে এক লাখেরও বেশি শূন্যপদ রয়েছে। এসব শূন্যপদে নিয়োগ দিতে শিগগির গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। চলতি সপ্তাহে গণবিজ্ঞপ্তি প্রকাশের পর আগামী সপ্তাহ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তারা জানিয়েছেন, সব ঠিক থাকলে সোমবার (১৬ জুন) ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আর ২২ জুন থেকে অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।

এনটিআরসিএর সংশ্লিষ্ট শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, ‘ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের খসড়া প্রস্তুত করা হয়েছে। টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে শিগগির গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

কবে নাগাদ বিজ্ঞপ্তি হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের টার্গেট ১৬ জুন। আশা করছি, সেদিনই প্রকাশ করা হবে। আর ২২ জুন থেকে আবেদন। এরপরও টেকনিক্যাল কোনো কারণে যদি দেরি হয়ে যায়, তাহলেও জুনের শেষ সপ্তাহের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ কত
ষষ্ঠ গণবিজ্ঞপ্তি শূন্যপদ কত হবে, তা আগেই চাহিদা নিয়ে ঠিক করেছে এনটিআরসিএ। তারপরও যাচাই-বাছাইয়ে কিছু যোগ-বিয়োগ হয়েছে।

এনটিআরসিএ সূত্র জানায়, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ হতে পারে ১ লাখ ১ হাজার ১৪২টি। এর মধ্যে ৫১ হাজার ৪২৯টি পদ মাদরাসার শিক্ষকদের জন্য এবং ৪১ হাজার ৯৯০টি মাউশির অধীন স্কুল-কলেজের। এছাড়া মাদরাসা ও সংযুক্ত কারিগরিতে ২ হাজার ১৮১টি এবং মাউশি ও সংযুক্ত কারিগরিতে ২ হাজার ৫৪২টি শূন্যপদ পাওয়া গেছে।

৩৫ বছরের বেশি বয়সীরা আবেদনের সুযোগ পাবেন না

১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন না ৩৫ ঊর্ধ্ব নিবন্ধনধারীরা। সনদের মেয়াদ তিন বছরের বেশি হলে ওই নিবন্ধনধারীও গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না।

এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় ৩৫ ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। আমাদের এমপিও নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। উৎস: জাগোনিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়