খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রকৌশলী অধিকার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে। তবে পাঁচ মাসের বেশি সময় ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা বৃহস্পতিবার ক্লাসে অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগে সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাসে অংশ নেননি। তবে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস চালু হয়েছে।
শিক্ষার্থীরা জানান, তারা প্রকৌশলী অধিকার আন্দোলনকারীদের দাবির সঙ্গে একমত হলেও দীর্ঘ সময় ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় কিছু ক্লাসে যোগ দিচ্ছেন।
আন্দোলনকারীরা বলেন, ‘প্রকৌশলীদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে।’
এর আগে বুধবার ঢাকায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিকেলে কুয়েট ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রধান ফটক পেরিয়ে ফুলবাড়িগেট মোড়ে গিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সূত্র: সময়টিভি