শিরোনাম
◈ পুরাতনকে বিতাড়িত করেছি, এবার নতুন ইস্যু:: মোহাম্মদ তাহের ◈ যারা নির্বাচনে বাধা দেবে তারাই ক্ষতিগ্রস্ত হবে: বিএনপি মহাসচিব ◈ দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান, চীন সফরে যা যা হলো ◈ দেশের তিন স্থলবন্দর বন্ধ ঘোষণা, গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধানসহ নতুন আইন অনুমোদন ◈ কক্সবাজারে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু অক্টোবরে: বাণিজ্য উপদেষ্টা ◈ ২৪ দফা কর্মপরিকল্পনা নিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ ◈ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনের দায়িত্বে সেনাবাহিনীর থাকার সুযোগ নেই: আইএসপিআর ◈ যশোর সীমান্তে ৮ কোটি  টাকার ৩৬ টি স্বর্নবারসহ ৩ পাচারকারি আটক ◈ বড়াইগ্রামে পরকীয়ার অপবাদ দিয়ে ছাত্রদল নেতাদের চাঁদাবাজি, নারীর কাছ থেকে আদায় ৩ লাখ টাকা ◈ শাটডাউনেও ক্লাস করছেন কুয়েট শিক্ষার্থীদের একাংশ

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৫, ০৩:০৬ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর সীমান্তে ৮ কোটি  টাকার ৩৬ টি স্বর্নবারসহ ৩ পাচারকারি আটক

আইরিন হক,বেনাপোল(যশোর):  ভারতে পাচার কালে যশোর সীমান্ত থেকে পৃথক দুটি অভিযানে ৮ কোটি টাকা মুল্যের ৫ কেজি ৩৩৪ গ্রাম  ওজনের ৩৬ টি স্বর্ণের বারসহ তিন  আসামী আটক করেছে বর্ডার গার্ড( বিজিবি)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে যশোরের কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজারে অভিযানে আটকের পর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

 আটককৃতরা হলেন- মানিগঞ্জের আংগারিয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ, যশোরের বারান্দিপাড়ার নূরমোহাম্মদের ছেলে  জাহিদ হোসেন (২৬) ও ঝিকরগাঁছার শিমুলিয়া গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, তাদের কাছে গোপন খবর আসে ভারতে স্বর্নের চালান পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নজরদারি জোরদার করে। পরে অভিযান চালিয়ে যশোর শহরের কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার থেকে সন্দেহ ভাজনদের ধরা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ কোটি ৯০ লাখ ৫৩ হাজার ২৩৮ টাকা মুল্যের ৩৬ টি স্বর্নবার উদ্ধার করা হয়।

এসময় তিনি আরও বলেন, এরা ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর ও চুকনগর গমন করছিল। আটককৃত বিরুদ্ধে স্বর্নপাচার আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর এবং স্বর্ণ ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়