শিরোনাম
◈ যারা নির্বাচনে বাধা দেবে তারাই ক্ষতিগ্রস্ত হবে: বিএনপি মহাসচিব ◈ দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান, চীন সফরে যা যা হলো ◈ দেশের তিন স্থলবন্দর বন্ধ ঘোষণা, গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধানসহ নতুন আইন অনুমোদন ◈ কক্সবাজারে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু অক্টোবরে: বাণিজ্য উপদেষ্টা ◈ ২৪ দফা কর্মপরিকল্পনা নিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ ◈ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনের দায়িত্বে সেনাবাহিনীর থাকার সুযোগ নেই: আইএসপিআর ◈ যশোর সীমান্তে ৮ কোটি  টাকার ৩৬ টি স্বর্নবারসহ ৩ পাচারকারি আটক ◈ বড়াইগ্রামে পরকীয়ার অপবাদ দিয়ে ছাত্রদল নেতাদের চাঁদাবাজি, নারীর কাছ থেকে আদায় ৩ লাখ টাকা ◈ শাটডাউনেও ক্লাস করছেন কুয়েট শিক্ষার্থীদের একাংশ ◈ এবার ৩ দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৫, ০২:১৬ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ৩ দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এবার তিন দফা দাবি নিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা রাজধানীর আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জমায়েত হন। পরে তারা বেগম রোকেয়া সরণিতে মিছিল করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে।

শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, শেকৃবির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

তিনি আরও বলেন, 'আমরা যানজট কমাতে গাড়ি অন্য রাস্তায় সরিয়ে দিচ্ছি।

রাজধানীর আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: প্রবীর দাশ/স্টার

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা।

২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া নবম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ না রাখা।

৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে 'কৃষিবিদ' পদবি ব্যবহার না করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়