শিরোনাম
◈ রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল ২০ প্রতিষ্ঠান ◈ হত্যাকাণ্ডের বিষয়ে সুনিশ্চিত না হয়ে কিছু বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জামিন হয়নি ৩০ অটোরিকশা চালকের ◈ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা ◈ পত্রিকার সার্কুলেশন নির্ণয়ের প্রক্রিয়াতেই গলদ: তথ্য প্রতিমন্ত্রী ◈ বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত ◈ কিলিং মিশন আধা ঘন্টার, এমপি আনারকে টুকরো করে মশলা মাখানো হয়: ডিবি প্রধান  ◈ বিশ্বমানের গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদনে শিল্পোদ্যোক্তাদের আহ্বান জানালেন শিল্পমন্ত্রী ◈ টাকা ফেরত দিয়ে খালাস পেলেন ইভ্যালির রাসেল-শামীমা ◈ প্রত্যেকটি নাগরিক যেন রাষ্ট্রের কাছে ন্যায়বিচার পান: প্রধান বিচারপতি

প্রকাশিত : ১২ মে, ২০২৪, ০৭:১৯ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৪, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মে মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এলো ৮১ কোটি ডলার

মনজুর এ আজিজ: [২] মে মাসের প্রথম ১০ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৮১ কোটি ৩৭ লাখ ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ১৩ লাখ ডলার রেমিট্যান্স। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে। 

[৩] বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, গত এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারির প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ৭৩ কোটি ১০ লাখ, ৬৭ কোটি ৯০ লাখ, ৭১ কোটি ৮০ লাখ ও ৭৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। 

[৪] এদিকে মে মাসের প্রথম ১০ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯ কোটি ৩৯ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৮ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭১ কোটি ৫১ লাখ ৩০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।
[৫] বাংলাদেশ ব্যাংক জানায়, ৪ থেকে ১০ মে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৬ কোটি ৬৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর মে মাসের ১ থেকে ৩ তারিখ দেশে এসেছে ১৪ কোটি ৭১ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

[৬] গত এপিলে এসেছিল ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত মার্চে দেশে এসেছিল ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স। এছাড়া ফেব্রুয়ারিতে চলতি অর্থবছরে সর্বোচ্চ ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। তছাড়া গত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার। সম্পাদনা: সমর চক্রবর্তী

এমএএ/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়