শিরোনাম
◈ বায়তুল মোকাররমে ৫টি জামাত, শুরু সকাল সাতটায় ◈ চট্টগ্রাম সেনানিবাসে সেনাবাহিনী প্রধানকে বিদায়ী সংবর্ধনা  ◈ ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ◈ পশু কোরবানির সঙ্গে দুর্নীতিও কোরবানি করতে হবে: জিএম কাদের ◈ ঈদুল আজহাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হামলা বা নাশকতার হুমকি নেই: র‌্যাব ডিজি ◈ জাতীয় ঈদগাহ ময়দানে পাঁচ স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার ◈ চাঁদের মাটি খুঁড়ে ‘বিশেষ’ নমুনা নিয়ে ফিরছে চ্যাং ◈ প্রধানমন্ত্রী সেন্টমার্টিন নিয়ে যে আশঙ্কা করেছেন, সেটা অমলূক নয়: কাদের ◈ ঈদ উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় সোমবার ◈ আসুন ঈদুল আজহার ত্যাগের চেতনায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করি: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ মে, ২০২৪, ০৭:৫৩ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৪, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসিতে নেতানিয়াহুকে গ্রেপ্তারি  আবেদনকে সমর্থন করলেন বার্নি স্যান্ডার্স

ইমরুল শাহেদ: [২] পাশাপাশি এই ডেমোক্র্যাট সিনেটর মার্কিন সরকারকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান। তিনি বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরায়েল। সূত্র: আনাদুলু

[৩] মঙ্গলবার রাতে তিনি মার্কিন সিনেটে বলেন, ‘আমি দেখতে পাচ্ছি যে আইসিসি আন্তর্জাতিক আইন এবং শালীনতার ন্যূনতম মান বজায় রাখার চেষ্টা করছে। আমাদের সরকারেরও এর জন্য কম করা উচিত নয়।’

[৪] আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী ভূমিকার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালেন্ট এবং তিনজন হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে সোমবার আদালতে আবেদন করেছেন। তার একদিন পরই  বার্নি স্যান্ডার্স এই মন্তব্য করেন। 

[৫] বার্নি স্যান্ডার্স বলেন, ‘আইসিসি গত বছর রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। সেটাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে।’ তিনি বলেন, ‘কিছু লোক বলেছেন ইসরায়েলের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে পুতিনের তুলনা করা উচিত নয়। তিনি স্বৈরতান্ত্রিক। তবে হ্যা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজনও যুদ্ধাপরাধ করতে পারে।’

[৬] বার্নি স্যান্ডার্স উল্লেখ করেন, ‘আইসিসি নিজের কাজ করছে। তাদের তাই করা উচিত যা তাদের কাছে সঠিক মনে হয়। আমরা সুবিধাজনকভাবে আন্তর্জাতিক আইনের ব্যবহার করতে পারি না।’

[৭] তিনি সিনেটরদের জানান, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর ৩৫ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, আরো ৮০ হাজার হয়েছে আহত। 

[৮] হামাসের সঙ্গে যুদ্ধ করার অধিকার ইসরায়েলের আছে উল্লেখ করে বার্নি স্যান্ডার্স বলেন, কিন্তু নেতানিয়াহু এবং তার সরকারের কোনো অধিকার নেই গাজার শিশু, নারী এবং নিরপরাধ সাধারণ মানুষকে হত্যা করার। এজন্য তাদের শাস্তি ভোগ করা উচিত।’

[৯] তিনি বলেন, ‘আইসিসি যা করছে তা বিশ্ব সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ। আমরা মানব সভ্যতাকে বর্বতার দিকে ঠেলে দিতে পারি না।’ সম্পাদনা: এম খান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়