শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৫:১২ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর: [২] ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনকে গ্রেপ্তার করেছে ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ। 

[৩] মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১১ টার দিকে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার বড়ইতলা সংলগ্ন নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, সকালে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি বিস্ফোরক আইনে মামলা রয়েছে। যার মামলা নং-৮৫। এস আই মো. মাহাবুব বাদী হয়ে মামলাটি করেন। বিকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।  

[৫] এদিকে যুবদলের এই নেতাকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল। তিনি বলেন, রাজিবসহ পূর্বে গ্রেপ্তারকৃত সকল নেতাকমীর নিঃশর্ত মুক্তি দাবি করছি। 

[৬] এর আগে বিভিন্ন সময় গ্রেপ্তার হয়ে কারাবন্দী রয়েছে, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুবদল কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ-সভাপতি আদনান হোসেন অনুসহ আর বেশ কয়েকজন নেতা। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়