শিরোনাম
◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় ◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৫:১২ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর: [২] ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনকে গ্রেপ্তার করেছে ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ। 

[৩] মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১১ টার দিকে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার বড়ইতলা সংলগ্ন নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, সকালে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি বিস্ফোরক আইনে মামলা রয়েছে। যার মামলা নং-৮৫। এস আই মো. মাহাবুব বাদী হয়ে মামলাটি করেন। বিকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।  

[৫] এদিকে যুবদলের এই নেতাকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল। তিনি বলেন, রাজিবসহ পূর্বে গ্রেপ্তারকৃত সকল নেতাকমীর নিঃশর্ত মুক্তি দাবি করছি। 

[৬] এর আগে বিভিন্ন সময় গ্রেপ্তার হয়ে কারাবন্দী রয়েছে, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুবদল কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ-সভাপতি আদনান হোসেন অনুসহ আর বেশ কয়েকজন নেতা। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়