শিরোনাম
◈ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যহতি পেলেন ড. ইউনূস ◈ আওয়ামী লীগ এখন লোক ভাগানোর দলে পরিণত হয়েছে: রিজভী ◈ দ্বিতীয় দফায় ২৯টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি   ◈ আওয়ামী লীগের সঙ্গে জোট হবে না, জানালেন জাতীয় পার্টি মহাসচিব চুন্নু ◈ টাইপিংয়ে ভুলের কারণে সংসদে পাস হওয়া শ্রম আইন ফেরত দিয়েছেন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী ◈ ঢাকার রিকশা ও রিকশাচিত্র পেল ইউনেস্কোর স্বীকৃতি ◈ সোনার দাম ভরিতে ১৭৫০ টাকা কমিয়েছে বাজুস ◈ নির্বাচন হলে দেশে আবারো বাকশাল ফিরে আসবে: এবি পার্টি ◈ পিসিটি পরিচালনা চুক্তি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে: প্রধানমন্ত্রী ◈ মানবাধিকার দিবসে বিএনপি-জামায়াত সারাদেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৫:১২ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর: [২] ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনকে গ্রেপ্তার করেছে ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ। 

[৩] মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১১ টার দিকে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার বড়ইতলা সংলগ্ন নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, সকালে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি বিস্ফোরক আইনে মামলা রয়েছে। যার মামলা নং-৮৫। এস আই মো. মাহাবুব বাদী হয়ে মামলাটি করেন। বিকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।  

[৫] এদিকে যুবদলের এই নেতাকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল। তিনি বলেন, রাজিবসহ পূর্বে গ্রেপ্তারকৃত সকল নেতাকমীর নিঃশর্ত মুক্তি দাবি করছি। 

[৬] এর আগে বিভিন্ন সময় গ্রেপ্তার হয়ে কারাবন্দী রয়েছে, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুবদল কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ-সভাপতি আদনান হোসেন অনুসহ আর বেশ কয়েকজন নেতা। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়