সাদেক আলী: চট্টগ্রামের পতেঙ্গায় সমুদ্রে অবস্থানরত লাইটার জাহাজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এরমধ্যে আগুনে পুড়ে জাহাজ অনেকটা ছাই হয়ে গেছে।
শুক্রবার (২৬ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহুরি-২ জাহাজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরই আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। কিন্তু উপকূলে অবস্থানের কারণে নিয়ন্ত্রণে কাজ করতে পারেনি তারা।
পরে বন্দর থেকে উদ্ধারকারী জলযান কান্ডারি-৮ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত আড়াইটার দিকে ওই জাহাজের আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে আগুন লাগার ঘটনায় আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, তাদের পরিচয় জানা যায়নি।
সাগরে নোঙর করা জাহাজে পাঁচজন নাবিক ছিলেন বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। যারা নিরাপদে নেমে এসেছে। চট্টগ্রাম ইপিজেড থানার ওসি আব্দুল করিম সংবাদমাধ্যমকে জানান, লাইটারেজে থাকা তিনজন নাবিক একটি নৌকা নিয়ে পাড়ে এসেছেন। তারা জানিয়েছেন লাইটারেজটিতে মোট পাঁচজন নাবিক ছিলেন। তারা ছাড়া অন্য দুইজন অপর একটি জাহাজে উঠেছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বিকট শব্দে বিস্ফোরণের পরই জাহাজটিতে আগুন ধরে যায়। আর আগুন লাগার সময় সাগরে ভাটা চলছিল। পাশাপাশি সাগরে গিয়ে আগুন নেভানোর মতো যন্ত্রপাতি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের না থাকায় তাদের অপেক্ষা করতে হয়েছে। এতে আগুন দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকে। পরে, কোস্টগার্ড, বন্দর কতৃপক্ষসহ সবার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সময়টিভি
আপনার মতামত লিখুন :