শিরোনাম
◈ আগামী বছর রোনাল‌দো-জর্জিনার বি‌য়ে! বাড়ির কাছে ৫০০ বছরের পুরনো চার্চেই বিবাহ আসর ◈ বাংলাদেশে একটি আইএমইআই-এর বিপরীতে ১০ লাখ মোবাইল, বৈধতা নেই ১৯ লাখ আইফোনের! ◈ রাজধানীর বাজারে কমেছে চালসহ তিন পণ্যের দাম, অস্বস্তি বাড়াচ্ছে সবজি ◈ সমালোচনামূলক কনটেন্ট সরাতে ছয় মাসে গুগলের কাছে অন্তর্বর্তী সরকারের ২৭৯ অনুরোধ ◈ খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুল পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ দেড় দশকের গোপন ঋণ উদঘাটন: কেন হঠাৎ আকাশছোঁয়া খেলাপি? ◈ সাত দিনে সাত ভূমিকম্প: কাঁপছে দেশ, ভূগর্ভে কী সংকেত দিচ্ছে প্লেটগুলো? ◈ ‘অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন’ (ভিডিও) ◈ ডেঙ্গুর টিকা নিয়ে সু-খবর দিল ব্রাজিল  ◈ পাকিস্তানকে বিদায় ক‌রে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে শ্রীলঙ্কা

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৯:৫৮ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৫, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তায় মাউশির কঠোর নির্দেশনা

দেশজুড়ে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এ ছাড়া প্রতিষ্ঠান প্রধানদের জরুরি ভিত্তিতে অগ্নি-নিরাপত্তা নিশ্চিতকরণের অংশ হিসেবে 'ফায়ার ড্রিল' আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) মাউশি থেকে এ-সংক্রান্ত একটি চিঠি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো চিঠির আলোকে মাউশি এই সতর্কতা জারি করেছে।

মাউশির চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ-বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোকে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে বলা হয়েছিল। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়মিত বিরতিতে অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণের উদ্দেশ্যে ফায়ার ড্রিল বা মহড়া আয়োজনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

অগ্নিঝুঁকি কমাতে প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার এবং আনুষঙ্গিক নিরাপত্তা উপকরণের যেমন ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার উপযোগিতা নিয়মিত পরীক্ষা করে সেগুলোর কার্যকারিতা নিশ্চিত করতে হবে।

সূত্র: কালবেলা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়